অবশিষ্ট রোহিঙ্গাদের তাড়িয়ে দিতে ফের তাণ্ডব শুরু মিয়ানমারে
সম্প্রতি মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ঘোষণা দিলেও রাখাইনে থেকে যাওয়া অবশিষ্ট রোহিঙ্গাদের তাড়িয়ে দিতে ফের তাণ্ডব শুরু করেছে নিরাপত্তা বাহিনী।
তাদের তাড়িয়ে দিতে এবার দ্বিগুণ জোরদার হয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।
রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে ফরাসি বার্তা সংস্থা এএফপি এসব কথা জানিয়েছে।
ফলে রাখাইনে থেকে যাওয়া রোহিঙ্গারা এখনো পালিয়ে বাংলাদেশে চলে আসবে বলে আশঙ্কা করছে জাতিসংঘ।
এতে বাংলাদেশে থাকা ৯ লাখ রোহিঙ্গার সঙ্গে সেখানকার অবশিষ্ট ৩ লাখ যুক্ত হয়ে রোহিঙ্গাদের সংখ্যা ১২ লাখে দাঁড়াবে।
সেনাবাহিনী এখন আর কাউকে হত্যা করছে না শুধুমাত্র বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে বলেও জানিয়েছে এএফপি।