বেনাপোলে কস্টমসে ৬ লক্ষ ভারতীয় রুপী সহ এক বাংলাদেশী পাসপোর্ট যাত্রী আটক
শহিদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি।। যশোরের বেনাপোল কাস্টমস আবার ও ৫ লাখ ৮০ হাজার ৯শত ভারতীয় রুপী ও ২২১ মর্কিন ডলার সহ ভারত ফেরত বাংলাদেশী এক পাসপোর্টযাত্রীকে অাটক করেছে বেনাপোল কাস্টমস। শনিবার (৭ই অক্টোবার) সকাল সাড়ে ১০ টার সময় তাকে চেকপোষ্ট কাস্টমস তল্লাশি কেন্দ্র থেকে এ আটক করা হয়।
আটককৃত ইয়াকুব মিনা (৪৫) গোপালগঞ্জ জেলার মোকছেদপুর থানার রযব আলীর ছেলে। তার পাসপোর্ট নং বিপি – ০৬৫৭১১১।
কাস্টমস সুপার স্বপন চন্দ্রশীল জানান, ভারত থেকে ফেরার সময় তাকে কাস্টমস তল্লাশি কেন্দ্রে ইন্সপেক্টর রহিমা ব্যাগ তল্লাশি করলে এক বান্ডেল ভারতীয় রুপী পায়। পরে তাকে ডিএম রুমে নিয়ে শরীর তল্লাশি করে তার দেহে লুকিয়ে থাকা আরো ২ বান্ডেল ভারতীয় রুপী ও মার্কিন ডলার উদ্ধার করা হয়। এর ভিতর ভারতীয় রুপী ৫ লাখ ৮০ হাজার ৯ শত এবং মার্কিন ২২১ ডলার পাওয়া যায়।
আটককৃত মুদ্রাপাচারকারিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে বলে তিনি জানান।