অবৈধ পন্থায় ভারত যাওয়ার সময় বেনাপোল সিমান্তে আটক তিন
শহিদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি।। যশোরের বেনাপোলে অবৈধ পন্থায় ভারত যাওয়ার সময় যশোরের বেনাপোল সীমান্তে নারীসহ তিন জনকে আটক করেছে বর্ডার গার্ড (বাংলাদেশ) বিজিবি সদস্যরা।
শনিবার (০৭ অক্টোবর) দুপুরে ভারত সীমান্ত ঘেষা গ্রাম বেনাপোলের সাদিপুর থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাদের আটক করে।
আটকরা হলেন, নারাণগঞ্জের সিদ্দিরগঞ্জ উপজেলার রফিকুল ইসলামের মেয়ে ময়না আক্তার (৩০), যশোরের শার্শার বাদল সরদারের ছেলে হীরা সরদার (৫০) ও যশোর সদর এলাকার মুনতাজ গাজীর স্ত্রী হাসি বেগম (৩৫)।
বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে সীমান্তে কয়েকজন নারী-পুরুষ সন্দেহ জনক চলাফেরা করছে। এসময় বিজিবি অভিযান চালিয়ে তাদের তিন জনকে আটক করে। এর আগে বিজিবির উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় পাচারকারীরা।
বেনাপোল চেকপোষ্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল ওহাব আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।