উত্তরা আধুনিক মেডিকেল ইন্সটিটিউট এর নবীন বরন অনুষ্ঠান
মাহফুজুল আলম খোকনঃ রাজধানীর উত্তরার সুনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান,উত্তরা আধুনিক মেডিকেল ইন্সটিটিউট এ ২০১৭/১৮ বর্ষের ছাত্র/ছাত্রীদের নবীন বরন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় উত্তরার আব্দুল্লাহপুর মমতাজ উদ্দিন বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ও উত্তরা আধুনিক মেডিকেল ইন্সটিটিউটের ক্যাম্পাসে এর আয়োজন করেন কর্তৃপক্ষ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহবায়ক ও শিন,শিন. জাপান হাসপাতালের মহা-ব্যাবস্থাপক মো. শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাস্থ অধিদপ্তরের ফার্মাসিষ্ট,মো. রুস্তম আলী সরকার। উপস্থিত ছিলেন,পটুয়াখালি সরকারি টেকনিকেল স্কুল ও কলেজের অদ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. আব্দুল মালেক সহ প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বৃন্দগন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিশিষ্ট শিক্ষাবিধ ও প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,অধ্যক্ষ মো. নাসির উদ্দিন বাবুল। ১২০ জন নতুন ছাত্র/ছাত্রী সহ প্রায় পাঁচ শতাধীক শিক্ষার্থীর উপস্থিতিতে আনন্দ মেলায় পরিনত হয় ক্যাম্পাস প্রাঙ্গন। অনুষ্ঠানের প্রথমে পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে আরম্ভ হয়ে দুপর ১২ টায় আলোচনা সভার সমাপ্তি হয় ও দিন ব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বরন করে নেয়া হয় নতুন ছাত্র/ছাত্রীদের। এসময় শিক্ষার্থীদের উদ্যেশ্যে প্রথমে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের একাডেমিক ইনচার্জ আব্দুল্লাহ-আল মারুফ। ুপরে সভাপতি ও বিশেষ অতিথিগন। সর্বশেষে প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে দুপুর ১২ টায় অনুষ্ঠানের প্রথম পর্বের সমাপ্তি ঘটে। পরে দিনব্যাপি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পুরাতনরা নতুনদের বরন করে নেয়।