রোহিঙ্গা ইস্যুতে কোনো অর্জনই হয়নি প্রধানমন্ত্রীর: বিএনপি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরে রোহিঙ্গা ইস্যুতে কোনো অর্জনই হয়নি বলে দাবি বিএনপি নেতাদের।
তারা বলেন, আন্তর্জাতিক মহলে বিষয়টি তুলে ধরতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনার সফরের সময়ও কেন বাংলাদেশে রোহিঙ্গাদের ঢল থামেনি- এমন প্রশ্ন তুলে সরকারের কূটনৈতিক তৎপরতার তীব্র সমালোচনা করেন বিএনপি নেতারা।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে নেতারা আরো বলেন, যিনি গুম-খুনের রাজনীতি করছেন তিনি কীভাবে মানবতার মা হন।
শনিবার রাজধানীতে পৃথক অনুষ্ঠানে নেতারা এসব কথা বলেন।
দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রধান বিচারপতি এসকে সিনহাকে জোর করে ছুটিতে পাঠিয়ে সরকার বিচার বিভাগকে নিজেদের করে নিয়েছে বলে তীব্র সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রীর সফরে কোনো অর্জনই হয়নি।
বিষয়টি বিশ্বদরবারে তুলে ধরতে তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন বলেও অভিযোগ করেন রিজভী।
প্রধানমন্ত্রীকে মাদার অব হিউমিনিটি বলার বিষয়েও সমালোচনা করেন তিনি।
এদিকে, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত অনুষ্ঠানে রোহিঙ্গা সংকটে প্রধানমন্ত্রীর সফরে কোন ফলপ্রসু আলোচনা হয়নি বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
রোহিঙ্গা সংকট সমাধান না হলে বাংলাদেশ অন্যতম আর্ন্তজাতিক জঙ্গি আস্তানা হিসেবে পরিণত হওয়ার আশংকাও ব্যক্ত করেন তিনি।