অনিবন্ধিত রোহিঙ্গারা কোনো সুবিধা পাবে না: কামাল
রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সব ধরনের তৎপরতা চালানো হচ্ছে— অনিবন্ধিত রোহিঙ্গারা কোনো সুযোগ সুবিধা পাবে না জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এ সময় তিনি আরো বলেন, এ মাসেই মিয়ানমার সফরে যাবেন।
রোহিঙ্গাদের নিজ দেশে ফেরৎ পাঠানো নিয়ে কথা বলতে এ মাসেই মিয়ানমার যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সে সফরে রোহিঙ্গাদের ফেরৎ পাঠাতে সব ধরনের তৎপরতা চালানো হবে বলে জানিয়েছেন তিনি।
রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরও বলেন, মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিবন্ধন চলছে, এর ভিত্তিতেই তাদের ফেরত পাঠানো হবে।
নিবন্ধিত না হলে সুযোগ-সুবিধাও মিলবে না— এসময় সীমান্তে চোরাচালান বন্ধে ১৬টি পয়েন্টে স্ক্যানিং মেশিন বসানোর কথা জানান তিনি।
জাতীয় চোরাচালান প্রতিরোধ কমিটির নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৈঠকের বিস্তারিত জানানোর পাশাপাশি রোহিঙ্গাদের বর্তমান তথ্য তুলে ধরে বলেন, এ পর্যন্ত সরকার ৮০ হাজারের নিবন্ধন শেষ করেছে। রোববারের মধ্যে ১ লাখ ছাড়িয়ে যাবে বলে জানান তিনি আর এ প্রক্রিয়া তাদের ফেরৎ পাঠাতে সহায়তা করবে।
তিনি বলেন, চলতি মাসেই এ বিষয়ে কথা বলতে মিয়ানমার সফরে যাবেন।
তিনি আরও বলেন, গত বছরের তুলনায় এবার বেশি অস্ত্র উদ্ধার করেছে আইন শৃংখলা বাহিনী।
আইন শৃংখলা বাহিনীর তৎপরতা বৃদ্ধির কারণেই এটা সম্ভব হয়েছে— সীমান্ত দিয়ে যাতে চোরাচালান না হয় সেজন্য দেশের চারিদিকের ১৬টি সীমান্ত পয়েন্টে স্ক্যানিং মেশিন বসানোর তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
মিয়ানমারের রাখাইনে নতুন করে শুরু হওয়া সেনা অভিযানের মুখে এখনো কক্সবাজারে পালিয়ে আসছেন রোহিঙ্গারা। এ পর্যন্ত ৫ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।