সাভারে অপহৃত বাবুর্চী উদ্ধার; নারীসহ আটক ৪
আব্দুস সাত্তার, সাভার: সাভারের বাসস্ট্যান থেকে অপহৃত গাফফার নামে এক বাবুর্চীকে উদ্ধার করেছে পুলিশ। এসময় নারীসহ চার অপহরনকারী আটক করা হয়।
রোববার সকালে সাভারের দেওগাঁও এলাকার একটি বাড়ির কক্ষ থেকে উদ্ধার করা হয় অপহৃত গাফফর হোসেনকে। তার গ্রামের বাড়ির কুষ্ঠিয়া জেলায়। তবে সাভারের নয়াবাড়ি এলাকায় পরিবারসহ বসবাস করেন ও বাবুর্চী হিসেবে চুক্তিভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানের কাজ নেন।
আটককৃতরা হলো- সাইদুর হোসেন, মনির হোসেন, মামুন ও লাবনী। তারা সবাই দেওগাঁও এলাকায় বিভিন্ন বাসা বাড়িতে বসবাস করে বলে প্রাথমিকভাবে জানা যায়।
এ বিষয়ে মামলা তদন্তকারী কর্মকর্তা ও সাভার মডেল থানার এস আই আবিদ হোসেন খান জানান, গত শনিবার সন্ধ্যায় সাভার বাস স্ট্যান থেকে গাফফর নামে এক ব্যক্তিকে অপহরণ করা হয়েছে ও অপহৃতের ছেলের মুঠোফোনে এক লাখ টাকা মুক্তিপণ দাবী করে অপহরণকারী। অপহরণকারীরা গাফফর হোসেনকে অনুষ্ঠানের রান্নার বিষয় নিয়ে আলোচনা করা হবে, এমন কৌশলে তাকে নিয়ে যায়। পরে অভিযোগে ভিত্তিতে অভিযান চালানো হয়। তাদের মুঠোফোনের সূত্র ধরে দেওগাঁও এলাকার অপহরণকারী সাইদুরের বাসা থেকে অপহৃতকে উদ্ধার করা হয়। এসময় হাতে নাতে চার অপহরণকারী আটক করা হয়।
এ বিষয়ে অপহৃতের পরিবার বাদী হয়ে মামলা দায়ের করেছেন।