গৃহকর প্রত্যাহার করতে না পারলে সহনীয় পযায়ে আনুন আজম নাছিরকে – সবেক মেয়র মনজুর আলম
আবু জাহেদ ফয়সাল (চট্টগ্রাম) আজম নাছির এর কাছে চিটি পাটায় সাবেক মেয়র মনজুর আলম। চিতিতে তিনি বলেন গৃহকর প্রতাহার করতে না পারলে সহনীয় পযায়ে নিয়ে আসুন। গৃহকরের মাধ্যমে সধারন মানুষ অনেক কষ্টে আছে, অনেক বিপদে আছে। এমন ভাবে গৃহকর চাপিয়ে দিয়েছে জনগন আজ দিশেহারা। এভাবে চলতে পারে না জনগন আপনাকে নিবাচিত করেছে অভিবাবক হিসেবে, আপনার পাওয়ার ব্যবহার করে গৃহকর জনগনের সহনীয় পযায়ে নিয়ে আসুন।
তার আগে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ এর সভাপতি এবি এম মহিউদ্দীন চৌধুরি গৃহকর প্রত্যাহার এর দাবী জানান।তিনি বলেন অবৈধ, অনৈতিক, এই গৃহকর প্রতাহার কর। বহুদিন দরে নাছির ও মহিউদ্দীন এর মধ্যো দন্দচলে আসছিল। বতমান মেয়রকে তিনি দূনিতিবজ বলেন।তিনি আসার পর অনৈতিক কাজ ও দূরনীতিতে ভরে গেছে বলে তিনি অভিযোগ করেন।
মহিউদ্ধীন চৌধুরীর বক্তব্যর জবাবে নাছির বলেন, অনেকে গৃহকরের সুযোগ নিয়ে গোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। তারা ভালকরে জানেন যে গৃহকর বাড়ানো আমার সিদান্ত নয়। এটি উচ্ছ পযায়ে নিদেশ। এখানে আমার কিছু করার নেই। তবে আমি উচ্ছ পযায়ে সবার দাবি তুলে ধরার চেষ্টা করছি।
গতকাল এই বিষয়ে আন্দোলনে পুরা চট্টগ্রাম অচল হয়ে পড়ে। গৃহকরের প্রভাব ভাড়াটিয়াদের উপর ও পড়বে বলে আষঙ্কা করছে তারা। মলিক গৃহকরের উচিলা দিয়ে ভাড়া ও বাড়াতে পারে বলে তাদের ধারনা।