আক্কেলপুরে পুনর্বাসিতদের অধিকাংশই ফের মাদক ব্যবসায় জরিত প্রকাশে মাদক বিক্রি প্রশাসন নিরব।
আক্কেলপুর প্রতিনিধি :- শ্রী নিরেন দাস। জয়পুরহাটে,আক্কেলপুর,পৌরশহরকে মাদকমুক্ত ঘোষণার দুই বছর পরে পুনর্বাসিত মাদক ব্যবসায়ীদের অধিকাংশই ফের মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। পৌর শহরের পুনর্বাসিত মাদক ব্যবসায়ী ৮২ জনের অধিকাংশই ফের মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন বলে জানান স্থানীয় বাসিন্দারা। তথ্য অনুসন্ধানে জানা গেছে, ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে আক্কেলপুর পৌরশহরকে মাদক মুক্ত ঘোষণা করা হয়। সে সময়ের আক্কেলপুর থানার ওসি আশরাফুল ইসলাম এসব মাদকসেবী ও ব্যবসায়ীকে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসন করেন। মাদক ব্যবসায়ীদের পুনর্বাসনে সে সময় প্রায় ১০ লক্ষাধিক টাকা ব্যয় হয়েছিল। উপজেলা পরিষদ পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও পৌরসভার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কাছ থেকে এসব টাকা এসেছিল। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল ইসলাম বলেন, পুনর্বাসিতদের অধিকাংশরাই ফের মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন এটি অস্বীকার করার কিছু নেই। কিন্তু পুনর্বাসনের ফলে মাদকের কেনাবেচা ও ব্যবহার কিছুটা অপ্রকাশ্যে চলে গেছে। এই কথার জবাবে আক্কেলপুর সিদ্ধিমাথা, আক্কেলপুর রেলগেট,ষ্টেশন হাস্তাবসন্তপুর ও পশ্চিম আমুট্রে প্রকাশ্যে মাদক বিক্রি চলছে, এবং গোপন সূত্রে এক মাদক ব্যবসায়ী ছবি বেগমের সাথে কথা বলে জানা যায় তারা নাকি প্রশাসনকে টাকা দিয়েই ব্যবসা চালিয়ে যাচ্ছে। তার কাছে সেই প্রশাসনের কর্মকর্তার নাম জানতে চাইলে তিনি কোন জবাব না দিয়েই চলে জান। কিন্তু এদিকে জনসাধারণের চোখে প্রতিনিয়ত প্রকাশ্যে মাদক বিক্রি চোখে পরছে যাতে জনসাধারণ ক্ষিপ্ত হলেও হলেও সেইসব মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ভয়ে কথা বলতে পারে না। কেননা তাদের সাথে কিছু প্রশাসনের কর্মকর্তা প্রকাশ্যে যোগাযোগ করে। তাই জনসাধারণ কাকে কি বলবে বলে নীরবতা পালন করা ছাড়া আর কোন উপায় পায় না।