ব্লু -হোয়েল গেইম বন্ধে রুল জারি
ব্লু -হোয়েল গেইম বন্ধে কেন নির্দেশনা দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এছাড়া ৬ মাসের মধ্যে এই গেমের সব লিংক বন্ধ করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসিকে নির্দেশ দিয়েছে আদালত। সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে ডি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে। আত্মহত্যায় প্ররোচণাকারী ব্লু হোয়েল গেমসহ এ জাতীয় সব ধরনের অনলাইন গেম বন্ধের নির্দেশনা চেয়ে গতকাল হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের তিনজন আইনজীবী। একইসঙ্গে এই আবেদনে মোবাইল ফোন অপারেটরদের রাতে বিশেষ ইন্টারনেট অফার বন্ধেও নির্দেশনা চাওয়া হয়।