দেশের সেবাই মূল লক্ষ্য-নূরুল আমিন
সাভার ও আশুলিয়া প্রতিনিধিঃ
রাজনীতি’র পাশাপাশি জনগণের মঙ্গলে কাজ করে যেতে চাই। সার্বক্ষণিক আমার ভাবনা সাধারন মানুষকে নিয়ে, অসহায়, গরীব ও দুস্থ মানুষের পাশে থেকে অবিরত কাজ করে যেতে চাই। একান্ত সাক্ষাতকালে একথাগুলো বল্লেন আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ নূরুল আমিন সরকার। সাভার উপজেলার আশুলিয়া থানাধীন গোরাট এলাকায় ১৯৮০ইং সালে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে এই তরুণ নেতার জন্ম হয়। তার বাবা মৃত হাবিবুর রহমান সরকার ও মাতা রাবেয়া বেগম।
ছাত্রজীবন থেকে তার মামা সলিমুজ্জামানের হাত ধরে আওয়ামী লীগের সভা, মিছিল ও মিটিংএ যেতেন। মাধ্যমিক পাশের পরে ব্যবসার কাজে জড়িয়ে পড়েন। এরপর থেকেই মসজিদ, মাদ্রাসাসহ সামাজিক উন্নয়ন কাজে জড়িয়ে পড়েন। তার এই ভালো কাজের জন্য বর্তমান আশুলিয়া থানা যুবলীগ তার ওপর ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের আহবায়কের দ্বায়িত্ব অর্পিত করেছেন।
এ বিষয়ে ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের বর্তমান আহ্বায়ক নূরুল আমিন সরকার বলেন, আমি প্রথমে শুভেচ্ছা, অভিন্দন ও কৃতজ্ঞতা জানাই, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার ও যুগ্ম-আহ্বায়ক মইনুল ইসলাম ভূইয়াকে। মূলত তাদের যোগ্য নেতৃত্ব আর সৃজণশীল রাজনীতির ফলে নেতাকর্মীরা যেমন প্রাণবন্ত হয়ে উঠেছে, তেমনি আশুলিয়া থানা যুবলীগ সাধারন জনগণের আস্থাভাজন হয়ে উঠেছে। সেই সাথে আরো ধন্যবাদ জানাই আমাকে ইয়াপুর ইউনিয়নের আহ্বায়ক হিসেবে নির্বাচিত করায়। বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়ণের লক্ষ্যে, গণতন্ত্রের মানস কন্যা, মানবাধিকার ও মানবতার কান্ডারী, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তীশালী করাসহ দেশের সার্বিক উন্নয়ণে অবদান রাখতে চাই । আমার ওপর যে দ্বায়িত্ব অর্পিত হয়েছে তা যেন সুষ্ঠভাবে পালন করতে পারি এজন্য নেতাকর্মীদের দোয়া ও সহযোগীতা কামনা করছি।
ইয়ারপুর ইউনিয়ন যুবলীগ নেতাকর্মীরা জানান, বর্তমানে আমরা যোগ্য নেতৃত্ব পেয়েছি সে কারণে সৃজণশীল রাজনীতিও করতে পারছি। আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকারের সঠিক নেতৃত্বে আমরা এ ইউনিয়নের যুবলীগের একজন ভালো আহবায়ক পেয়েছি। তার সঠিক দিক নির্দেশনায় এ সংগঠনটি আরো শক্তীশালী হবে বলে আমরা আশাবাদ ব্যাক্ত করছি।