পল্লী বিদ্যুতের ইলেক্ট্রিশিয়ান জোড়পুকুরিয়ার খোকনের বিরুদ্ধে ধর্ষন ও নির্যাতনের অভিযোগ আদালতে মামলা
মেহেরপুর প্রতিনিধিঃ ধর্ষন ও নির্যাতনের অভিযোগ এনে মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের কামরুজ্জামান খোকন ও একই উপজেলা বাহাগুন্দা গ্রামের গোলাম এর ছেলে রফিকুল ইসলাম ওরফে রাফিজুল এর বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে বলে জানা গেছে। মঙ্গল বার ১৭/১০/২০১৭ ইং তারিখে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মেহেরপুরে অভিযোগ করা হয়। অভিযোগ কারি একই গ্রামের মেয়ে। সে গাংনী মহিলা ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্রী। মামলা সুত্রে জানা যায়, গত ০১/১০/ ২০১৭ ইং তারিখের রোবিবার গাংনীর এস এম প্লাজার সামনে থেকে অভিযুক্ত জোড়পুকুরিয়া গ্রামের মৃত ময়নাল হক এর ছেলে কামরুজ্জামান খোকন একই উপজেলার বাহাগুন্দা গ্রামের গোলাম এর ছেলে রফিকুল ইসলাম ওরফে রাফিজুল এর সক্রিয় সহযোগিতায় চাকুরি দেওয়ার কথা বলে অভিযোগকারিকে মটর সাইকেল যোগে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনে ডালিয় খাতুনের বাড়িতে আটকিয়ে রেখে একটি সাদা কাগজে স্বাক্ষর করে নিয়ে আসামী কামরুজ্জামান খোকন বলে তুমি এখন থেকে আমার স্ত্রী। মামলা সুত্রে আরো জানা যায়, আসামী কামরুজ্জামান তাকে স্ত্রীর মতো ব্যবহার করে এবং ভিডিও ধারণ করে রাখে ও জানা জানি করলে ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়া হবে বলে হুমকিও দেয় এভাবে অভিযোগ কারির ইচ্ছার বিরুদ্ধে দেহ ভোগ করে আসছে বলে জানা যায়। এদিকে এ ঘটনার কারণে অভিযোগকারি বাড়িতে ফিরতে না পারায় বাড়ির লোকজন তাকে খুঁজে না পাওয়ায় গাংনী থানায় ০৫/১০/২০১৭ ইং তারিখে সাধারণ ডায়েরী করে যার নং ২৪০। এ ঘটনায় অভিযোগ কারি কান্না কাটি করলে আসামী কামরুজ্জামান খোকন জোড়পুকুরিয়া গ্রামের মৃত দাউদ হোসেন এর ছেলে মোঃ সাহাবুদ্দিনের বাড়িতে রেখে আসে। পরে সাহাবুদ্দিন অভিযোগকারির বাড়ির লোকজনের কাছে রেখে আসে। এর পর এ ঘটনার পর প্রথমে গাংনী থানায় মামলা করতে গেলে তারা ট্রাইবুনালে মামলা করার পরামর্শ দেন। আসামীদের বিরুদ্ধে ২০০২ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯(১) ৭ও ৩০ ধার মতে ডব্লিউ এ’র আদেশ দেয় বলে এজাহার সুত্রে জানা যায়।