সেনা মোতায়েন করা যেতে পারে বিদ্যমান আইনে: আ’লীগ
আগামী সংসদ নির্বাচন, সংবিধান সম্মতভাবে বিদ্যমান আইনের অধীনে করতে নির্বাচন কমিশনের কাছে মত দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
কমিশনের সঙ্গে সংলাপে ১১ দফা প্রস্তাবনা তুলে ধরে দলের পক্ষ থেকে বলা হয়, সেনা মোতায়েন করা যেতে পারে বিদ্যমান আইনে।
এছাড়া ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণসহ, নতুন করে সীমানা পুনর্বিন্যাস না করারও প্রস্তাব দিয়েছে দলটি।
সংলাপ শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, তাদের প্রস্তাব ইতিবাচকভাবে নিয়েছে ইসি।
আর সংলাপের শুরুতে বক্তব্যে সিইসি বলেন, এদেশের সকল অর্জনে আওয়ামী লীগের ভূমিকা রয়েছে।
একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের অংশ হিসেবে সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে যায় আওয়ামী লীগের ২১ সদস্যের প্রতিনিধি দল।
আওয়ামী লীগের প্রতিনিধি দলে ছিলেন- ওবায়দুল কাদের, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, মতিয়া চৌধুরী, এইচ টি ইমাম, মশিউর রহমান, আব্দুর রাজ্জাক, ফারুক খান, রমেশ চন্দ্র সেন, মোহাম্মদ জমির, মো. রশিদুল আলম, মাহাবুব-উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, এইচ এন আশিকুর রহমান, হাছান মাহমুদ, আব্দুস সোবহান গোলাপ ও রিয়াজুল কবির কাওছার।
সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, আওয়ামী লীগের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরেন।
প্রায় দুই ঘন্টার বৈঠক শেষে বের হয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ প্রস্তাবনাগুলো তুলে ধরেন।
বিএনপির সঙ্গে সংলাপে জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলায় সিইসির বক্তব্য সম্পর্কে জানতে চাইলে ওবায়দুল কাদের এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
সাংবাদিকদের আর কোনো প্রশ্নের জবাব দেননি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
বুধবার বেলা ১১টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার-সিইসি কে এম নূরুল হুদার সভাপতিত্বে এ সংলাপ শুরু হয়।
বৈঠকে ইসির যেসব আইন বিধি-বিধান রয়েছে তার অধিকাংশই আওয়ামী লীগ শাসনামলেই তৈরি বলে জানান সিইসি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে নির্বাচন কমিশন-ইসির সঙ্গে বসে ক্ষমতাসীন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা।
ইসির সংলাপে সুনির্দিষ্ট ১১ দফা সুপারিশ মধ্যে নতুন করে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস না করা, ইভিএম চালু এবং প্রবাসীদের ভোটার করার পদক্ষেপ নেয়ার সুপারিশ আছে।
এ পর্যন্ত ৩৭টি দল ইসির সংলাপে এসেছে— ৪০টি নিবন্ধিত দলের সঙ্গে ইসির এই সংলাপ শেষ হওয়ার কথা রয়েছে বৃহস্পতিবার।