প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হলেন নজরুল ইসলাম
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. নজরুল ইসলামকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
এর আগে বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তা নজরুল ইসলাম রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় গত ৬ ফেব্রুয়ারি অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পেয়েছিলেন। ওই সময় তার পদোন্নতির আদেশে বলা হয়েছিল, অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার সুবিধার্থে নজরুলকে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর বা তার আগে ক্যাডারের মূল পদে ফিরতে হবে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮২ সালে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন নজরুল ইসলাম। ছাত্র জীবনে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুল হক হল ছাত্রলীগের সহসভাপতি ছিলেন তিনি।
১৯৮৪ সালে তথ্য কর্মকর্তা (ক্যাডার) হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। সাংবাদিকতায় উচ্চ শিক্ষা (ডিপ্লোমা ডিগ্রী) নিয়েছেন চেন্নাইয়ের এশিয়ান কলেজ অব জার্নালিজম থেকে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস অনুবিভাগে প্রধানমন্ত্রীর প্রেস সচিবের দায়িত্বে আছেন ইহসানুল করিম। এই অনুবিভাগে তিনজন উপ-প্রেস সচিব, তিনজন সহকারী প্রেস সচিবসহ মোট ১২ জন কর্মরত রয়েছেন।