চ্যানেল ফোরে সংবাদ প্রকাশের পর খোকন ও তার সহযোগি রাফিজুলের বিভিন্ন মহলে দৌড় ঝাপ শুরু
মেহেরপুর প্রতিনিধিঃ বিভিন্ন দৈনিক পত্রিকা ও অনলাইনে খবর প্রকাশ হওয়ার পর মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের মৃত ময়নাল হক এর ছেলে কামরুজ্জামান খোকন ও একই উপজেলার বাহাগুন্দা গ্রামের গোলাম এর ছেলে রফিকুল ইসলাম ওরফে রাফিজুল নিজেদের দোষ আড়াল করতে বিভিন্ন মহলে দৌড় ঝাপ শুরু করেছেন। খবর প্রকাশের পর থেকে তারা দুজনে এ প্রতিবেদক সহ বিভিন্ন সাংবাদিকদের কাছে খবর প্রকাশের বিষয়ে প্রশ্ন তুলেন। কামরুজ্জামান খোকন নিজেকে নির্দোষ দাবি করে খবর প্রকাশ না করার জন্য সাংবাদিকদের অনুরোধ করেন। এদিকে জানা যায় অভিযোগ কারি জোড়পুকুরিয়া গ্রামের মুকুল হোসেনের মেয়ে মেহেরপুর আদালতে অভিযোগ করে বাড়ি ফেরার পথে তাকে তুলে নেওয়ার চেষ্টা করে অভিযুক্ত কামরুজ্জামানের লোক জন কিন্তু স্থানীয় দুজন সাংবাদিকের তৎপরতায় তারা ব্যার্থ হয়। এ বিষয়ে অভিযুক্ত খোকনের কাছে জানতে চাইলে সে তা সত্যতা স্বীকার করে তবে সে বলে আমার বিয়ে করা বউ বলে আমি তাকে বাড়ি ফিরে নিতে চেয়েছিলাম। তবে অভিযোগ কারি বিয়ের বিষয়ে ভুয়া বলে এজাহারে প্রকাশ করে। স্থানীয় সুত্রে আরো জানা যায়, কামরুজ্জামান খোকন এর আগে একটি বিয়ে করেছে এবং তার সন্তানও আছে । দ্বীতিয় বিয়ের কারণ জানতে চাওয়া হলে সে কোন সদুত্তর দিতে পারেনি। শুধু তাই নয় কামরুজ্জামান খোকন বিভিন্ন সময় সাংবাদিকের পরিচয় দিয়ে পল্লী বিদ্যুতের দালালি করে অনেক জনের কাছ থেকে মিটার পাইয়ে দেওয়ার নামে লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে। এবং এ বিষয়ে সে সহযোগি হিসেবে এজাহার ভুক্ত ২ নং আসমি বাহাগুন্দা গ্রামের রফিকুল ইসলাম ওরফে রাফিজুল কে সাথে নেয়। এছাড়াও সম্প্রতি রফিকুল ইসলাম ওরফে রাফিজুল কামরুজ্জামানের সাথে হাত মিলিয়ে বিভিন্ন এলাকার লোকজনের কাছে নিজেকে পল্লী বিদ্যুতের প্লানিং ইঞ্জিনিয়ার পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় এবং তারা দুজনে সে টাকা ভাগাভাগি করে নেয়।