নতুন যুগের পথে বাংলাদেশ : অা'লীগের রাজনীতিতে সূচিত হতে যাচ্ছে নতুন অধ্যায়
সদরুল অাইন রাজনৈতিক প্রতিবেদক, উপদেষ্টা, চ্যানেল ফোর নিউজ, : সব জীর্ণতাকে পিছনে ফেলে অা'লীগের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে বলে জানা গেছে। ডিজিটাল বিশ্বের সাথে তাল মিলিয়ে পুরনো ধ্যান ধারনাকে বিসর্জন দিয়ে নবরুপে, নব পরিকল্পনায়, নতুন পুরানের সংমিশ্রণে উপমহাদেশের পুরনো ঐতিহ্যবাহী এ দলটিতে অাসছে অামূল পরিবর্তন। এই পরিবর্তনের মূল পরিকল্পনাকারি হলেন সজিব ওয়াজেদ জয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই। ঐতিহ্যবাহী, এদেশের সকল ইতিহাসের রচয়িতা অা'লীগের এ পরিবর্তন দৃশ্যমান হতে যাচ্ছে অাগামী সংসদ নির্বাচনে প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে।। অা'লীগের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, দলটিকে ঢেলে সাজানোর প্রয়োজনীয়তা দলিয় প্রধান শেখ হাসিনা অনেক অাগেই অনুভব করলেও নানা প্রতিকূলতার কারনে সেই কাজটি তিনি করতে পারেননি। কিন্তু নিজ পুত্র অাগামীদিনের অা'লীগের কর্ণধার, ডিজিটাল বাংলাদেশের রুপকার সজিব ওয়াজেদ জয় এর পরামর্শ ও অনুপ্রেরণায় এবার অগ্রযাত্রার পথে পা ফেলতে যাচ্ছে অা'লীগ।জানা যায়, দলটিতে পুরনো নেতাদের ভিড়ে এতদিন নতুনদের খুব একটা জায়গা করে দেওয়া সম্ভব হয়নি। কিন্তু এবার সেই অবস্থার পরিবর্তন অাসতে যাচ্ছে। পুতুন পুরানের মিলন মেলায় অাগামি দিনের অা'লীগ গঠিত হতে যাচ্ছে সহসায়। এরই অংশ হিসেবে অাগামি সংসদ নির্বাচনে ৮৫ জন অভিজ্ঞ জাতিয় রাজনৈতিক নেতৃত্বকে এবং ২১৫ জন নতুন জনপ্রিয় নেতাকে মনোনয়ন দিয়ে দেশের রাজনীতিতে যুগান্তকারি ইতিহাসের রচয়িতা হতে যাচ্ছে অা'লীগ।। অা',লীগের একাধিক দায়িত্বশীল সূত্রে জানা গেছে, বিতর্কিত, বয়ো:বৃদ্ধ, দূর্নীতির অভিযোগে অভিযুক্ত, অনুপ্রবেশকারি,দলিয় শৃঙ্খলা বিনষ্টকারি, জনপ্রিয়তা হারানো এমন কোন ব্যক্তিকে এবার কোন অবস্থাতেই নৌকার টিকেট দেবে না অা'লীগ।কেন্দ্রে যত বড় নেতাই হোক না কেন,যদি সে জনসম্পৃক্তাহীন বিতর্কিত হন, তেমন ব্যক্তি এবার নমিনেশন পাবেন না এটা অনেকটাই নিশ্চিত।পেশি শক্তি, টাকা, সুপারিশ এবার কোন কাজে অাসবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন শেখ হাসিনা।অা'লীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অামাকে নমিনেশন দেওয়া হবে এর কোন গ্যারান্টি নেই।এ ব্যাপারে শেখ হাসিনা জিরো টলারেন্স নীতি গ্রহন করেছেন বলে জানা গেছে এবং তিনিনি তার বিভিন্ন সময়ের বক্তব্যে স্পষ্ট সে কথাই বলেছেন।। জানা গেছে, বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট, দলিয় জরিপের ভিত্তিতে দলিয় সকল সাংসদ ও সম্ভাব্য প্রার্থিদের অামলনামা শেখ হাসিনার কাছে বহু অাগে থেকেই রয়েছে।জনপ্রিয়তার ভিত্তিতে মনোনয় অনেকটাই চুড়ান্ত করে রেখেছেন তিনি।এককভাবে বা জোটবদ্ধ নির্বাচন যাই হোক না কেন সব রকম প্রস্তুতি চুড়ান্ত বলেই জানা গেছে।নির্বাচন যেভাবেই করুক না কেন, বিতর্কিত,দলিয় শৃঙ্খলা বিনষ্টকারি,অভিযুক্ত,জনপ্রিয়হীন কোন নেতা সে যেই হোক না কেন,তাকে যে এবার নমিনেশন দেবে না দলটি তাতে কোন সন্দেহ নেই।।