ডালিয়া তিস্তা ব্যাারেজে কোটি কোটি টাকার অনিয়ম ও লুটপাটের বিষয়ে দুর্নীতিদমন কমিশন তদন্তে
মো: জিয়াউর রহমান:
সর্ব বৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যাারেজের বিভিন্ন অনিয়ম ও লুটপাটের বিষয়ে দুর্নীতিদমন কমিশন তদন্তে নেমেছে । ২০১৫ সালের ৬৪ টি প্রকল্পের ব্যাপক লুটপাটের ঘটনায়
আগামীকাল বৃহস্পতিবার ( ১৯অক্টোবর ) এ তদন্তটি নীলফামারীর ডিমলার ডালিয়া তিস্তা ব্যাারেজে অনুষ্টিত হবে ।
দুর্নীতিদমন কমিশনের পত্রে জানা যায়, ২০১৪-২০১৫ অর্থবছরের আরএফকিউ ও ইমেির্জন্সি ওয়ার্ক নামে ডালিয়া পানি উন্নয়ন বোর্ড তিস্তা নদীর ডানতীর বাধঁ , প্রধান ক্যানেল , কলোনী সংস্কার ও মেরামত এবং বিভিন্ন যন্ত্রাংশ ত্রুয় সংত্রুান্ত ৬৪ টি প্রকল্পেরকাজ কাগজে কলমে বাস্তবায়ন দেখিয়ে কোটি কোটি টাকা সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারের মধ্যে ভাগ বাটোয়ারার অভিযোগে দুদক এ তদন্তে নামেন।
দুর্নীতিদমন কমিশনের প্রধান কার্যালয়ের উপ- সহকারী পরিচালক (অনু:ও তদন্ত-১) আজিজুল হকের স্বাক্ষরিত দুদক/৬৩/২০১৫/নীলফামারী/(অনু:ও তদন্ত-১) ৪০৯৮৮ তারিখ ০৬-১০-১৬ ইং নং স্বারকে গত বছরের ১৬অক্টোবর সংশ্লিষ্ট ঠিকাদার পাউবোর কর্মকতাদের কার্যালয়ে হাজির হয়ে মন্তব্য প্রদানের নির্দেশ প্রদান করেন ।
কিšু‘ স্থানীয় ঠিকাদারের নিকট পাউবোর কর্মকর্তা গন কাগজ পত্রে স্বাক্ষর নিয়ে দুদক প্রধান কার্যালয়ে প্রেরন করেন ।দুর্নীতিদমন কমিশনের সমম্বিত জেলা কার্যালয় দিনাজপুরের সহকারি পরিচালক ও অনুসন্বানী কর্মকতা বীরকান্ত রায় আগামীকাল বৃহস্পতিবার ( ১৯অক্টোবর ) সরেজমিনে ডালিয়া তিস্তা ব্যাারেজের নির্বাহী প্রকেীশলীর কার্যালয়ে তদন্তের কাজ সম্পাদনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদার দের দুদক/সজেকা / দিনাজ/১২৬০ তাং ০১.১০.১৭ ইং নং স্বরকে চিঠি প্রেরণ করেন ।
এ ব্যাপারে ডালিয়া পওর বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী হাফিজুর রহমান “নতুন সময় টিভি” কে জানান, ২০১৪-২০১৫ অর্থবছরের ৬৪ টি প্রকল্পের বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার ( ১৯অক্টোবর ) দুদকের তদন্তকারী টিম , ডালিয়া তিস্তা ব্যাারেজের নির্বাহী প্রকেীশলীর কার্যালয়ে আসবেন ।