চালু হলো পে-পাল
বাংলাদেশে অনলাইন পেমেন্ট সিস্টেম-পেইপলের জুম সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর উদ্বোধন করেন তিনি।
পে পাল অ্যাকাউন্ট নির্ভর একটি অনলাইন পেমেন্ট ব্যবস্থা। ২০১৫ সালে তারা জুম কিনে নেয়। দক্ষিণ এশিয়ায় ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কাসহ ২০৩টি দেশে এই সেবা চালু রয়েছে।
তবে বাংলাদেশে আপাতত আংশিক সুবিধা নিয়েই চালু হচ্ছে পেপালের জুম সেবা।
বিদেশ থেকে কেউ টাকা পাঠালে বাংলাদেশের ৯টি ব্যাংকের যে কোনো শাখা থেকে এক থেকে দুই ঘণ্টার মধ্যে তা তোলা যাবে।
কিন্তু বাংলাদেশ থেকে কেউ অন্য দেশে টাকা পাঠাতে পারবেন না। প্রাতিষ্ঠানিক কাজে দেশের বাইরে বিল পরিশোধ, ইন্টারনেটে কেনাকাটা বা হোটেল বুকিংয়ের সুবিধাও আপাতত পাওয়া যাবে না।