শেখ হাসিনা-খালেদা জিয়াকে মুক্ত করতে প্রণবের ভূমিকা ছিল
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় কারাগারে আটক শেখ হাসিনা ও খালেদা জিয়াকে মুক্ত করতে ভূমিকা নিয়েছিলেন সে সময়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি।
প্রণব মুখার্জির আত্মজীবনীমূলক বই দ্য কোয়ালিশন ইয়ারস ১৯৯৬-২০১২ তে এসব কথা তুলে ধরেছেন তিনি। আর বইটির গুরুত্বপূর্ণ কিছু অংশ তুলে ধরা হয়েছে ভারতের প্রভাবশালী ইংরেজি সাময়িকী ইন্ডিয়া টুডের চলতি সংখ্যায়।
বইটিতে বলা হয়েছে, শেখ হাসিনা ও খালেদা জিয়াকে মুক্ত করার জন্য হস্তক্ষেপ করতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশকে অনুরোধ করেন ভারতের সাবেক এ রাষ্ট্রপতি।
শেখ হাসিনা ক্ষমতায় আসার পর তাকে সরিয়ে দেয়া হবে-এমন আশঙ্কা ছিল ওই সময়ের সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদের।
তবে হাসিনা ফিরে আসার পর তেমনটা ঘটবে না বলে নিজে দায়িত্ব নিয়েছিলেন প্রণব মুখার্জি।