কুষ্টিয়ার বনানী সিনেমায় ‘ঢাকা অ্যাটাক’ এ দর্শক মাতালো টানা দুই সপ্তাহ
বিনোদন প্রতিবেদক: নায়ক আরিফিন শুভ অভিনীত ‘ঢাকা অ্যাটাক’ সিনেমা বেশ ভালোই চলছে। সপ্তাহ পার হতেই জানা গেল, এই সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ ক্রমে বাড়ছে। কুষ্টিয়ার বনানী সিনেমায় পরপর দুই সপ্তাহ ধরে প্রদর্শণ হয়েছে সিনেমাটি।
যাঁরাই সিনেমটি দেখে প্রেক্ষাগৃহ থেকে বের হচ্ছেন, তাঁরাই তৃপ্তির ঢেঁকুর তুলছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সিনেমা দেখা শেষে কয়েকজন জানান,“ঢাকা অ্যাটাক” সিনেমাটি দেখে খুবই ভালো লাগলো।পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো ছবি। তবে নায়ক পুলিশ অফিসারের সাথে সাংবাদিক নায়িকার প্রেমজ সম্পর্ক না গড়ে উঠতো তাহলে আরও ভালো হতো বলেও মন্তব্য করেছেন অনেক দর্শক।
কাউসার খন্দকার নওজেশ নামের একজন জানান, বউ, শ্যালক ও শ্যালিকাসহ দুইবোনকে নিয়ে পরিবারের সদস্যরা মিলে সিনেমাটি দেখতে বনানী সিনেমায় এসেছিলেন।সিনেমাটি দেখে খুবই ভালো লেগেছে, অনেক দিন পর একটি ছবি হলে গিয়ে দেখলাম। বাংলাদেশের বাংলা ছবি হলে গিয়ে দেখবো যদি এমন সিনেমা হয়।’
রিপন শেখ নািমির আরেক দর্শক জানান, সিনেমাটিতে মনে হচ্ছিলো সত্যিকারের পুলিশ প্রশাসনের অফিসাররা অভিনয় করেছেন। তারা নিজের সন্তান সম্ভাব্য স্ত্রীকে বাসায় রেখে দায়িত্ববোধটাকে কজে লাগাতে নিরন্তর পরিশ্রম করে গেছেন।তাদের অভিনয় দেখে মুগ্ধ। তারা সৎ এবং দেশপ্রেমের যে এত টান আছে তা এই সিনেমা না দেখলে বিশ্বাসই করতাম না।
বনানী সিনেমার ম্যানেজার বকুল জানান, ৬ অক্টোবর সারা দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দীপঙ্কর দীপন পরিচালিত প্রথম সিনেমা ঢাকা অ্যাটাক। মুক্তির প্রথম দিন থেকে সিনেমাটি নিয়ে সবার আগ্রহ ছিল চোখে পড়ার মতোই। ‘ঢাকা অ্যাটাক’কে একটি সফল সিনেমা হিসেবেও মনে করেন তিনি।তিনি বলেন সিনেমাটি দারুন সাড়া পাওয়ায় দর্শখদের অনুরোধে আরও এক সপ্তাহ প্রদর্শণ করা হয়েছে। তিনি জানান, এই সিনেমা দেখতে পুলিশ প্রশাসনের অনেকেই দেখতে এসেছিলেন।
এমন মানসম্মত সিনেমা তৈরী করতে পারলে দর্শক আসবে এবং বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে সাড়া পড়বে।
সানী সানোয়ারে গল্পে ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার প্রধান চরিত্রে আরিফিন শুভর সঙ্গে অভিনয় করছেন মাহিয়া মাহী। এ ছাড়া অন্য অভিনয়শিল্পীর মধ্যে আছেন সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, আফজাল হোসেন, এ বি এম সুমন, শতাব্দী ওয়াদুদ, নওশাবা, খলচরিত্রে তাসকিন রহমান প্রমুখ।