নড়াইলে মুক্তিযোদ্ধা কমপ্লে¬ক্স ভবনের নির্মাণ কাজের উদ্বোধন
নিজেস্ব প্রতিবেদকঃ
নড়াইল সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লে¬ক্স ভবনের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) সকালে নড়াইল শহরের চিত্রাবানী সিনেমা হলের পাশের্^ নিজস্ব জায়গায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লে¬ক্স ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন। প্রধান অতিথি বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ শেখের স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা। জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী হকের সভাপতিত্বে উ™ো¢ধনী অনুষ্ঠানে পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহবুবুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ নড়াইলের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু সায়েদ, সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা সেলিম, বীর মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবির, জেলা পরিষদ সদস্য বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার এ্যাডঃ এস এ মতিন, বীর মুক্তিযোদ্ধাগণ, আওয়ামীলীগ নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তত্বাবধানে প্রায় ২ কোটি ২২ লক্ষ টাকা ব্যয়ে নড়াইল শহরের চিত্রবাণী সিনেমা হলের পাশে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নিজস্ব জমির ওপর তিন তলা বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমপে¬ক্স ভবন নির্মাণ করা হবে। কমপ্লেক্স ভবনের নিচ তলায় থাকবে দোকান, দ্বিতীয় তলায় থাকবে কমিউনিটি সেন্টার এবং তৃতীয় তলায় থাকবে উপজেলা মুক্তিযোদ্বা সংসদের অফিস। ভবনটি নির্মানের পর ভবনের আয় থেকে স্থানীয়ভাবে দুঃস্থ ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা করা সম্ভব হবে ।