রোহিঙ্গা সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীকেই উদ্যোগ হতে হবে: বি. চৌধুরী
দ্বিপক্ষীয় আলোচনায় রোহিঙ্গা সমস্যা সমাধান করা সম্ভব হবে না বলে এজন্য প্রধানমন্ত্রীকেই উদ্যোগ নিতে হবে--এমন মন্তব্য করেছেন বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি ডা. বদরুদ্দৌজা চৌধুরী।
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক মত বিনিময় সভায় একথা বলেন তিনি।
বি. চৌধুরী আরো বলেন, ভারত, চীন ও রাশিয়া মিয়ানমারের পক্ষে কথা বলছে তাই প্রধানমন্ত্রীর উচিত হবে এই তিনটি দেশের সরকার প্রধানদের সঙ্গে সমস্যাটি নিয়ে কথা বলা।
নইলে কাশ্মিরসহ অন্যন্য অমিমাংসিত সমস্যার মতো এই বিষয়টিও অমিমাংসিত থেকে যাবে বলেও জানান সাবেক এই রাষ্ট্রপতি।