বর্ণাঢ্য অায়োজনের মধ্যে দিয়ে মুন্সীগন্জে কমিউনির্ট পুলিশিং ডে র্যালী
মোঃলিটন মাহমুদ মুন্সীগন্জ থেকে, মুন্সীগঞ্জ: শনিবার শনিবার ২৮ অক্টোবর সারাদেশের ন্যায় মুন্সীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মুন্সীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে র্যালী সম্পন্ন হয়েছে। সাজ সাজ রবে আলোক সজ্জায় সজ্জিত হয়ে কমিউনিটি সমাবেশ শেষ হয়েছে। এতে ৯ টায় ১০ হাজার লোক সমাগম হয়েছে। পরে পায়রা উড়িয়ে ফিতা কেটে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে র্যালীটি উদ্বোধন করা হয়। সকাল ৯ টায় জেলা পুলিশ লাইন্সে থেকে দশ হাজার লোকের র্যালী বের হয়ে জেলা শিল্পকলা একাডেমীর সামনে এসে শেষ হয়। র্যালীতে একটি গোড়া সজ্জিত, কমিউনিটি পুলিশিং থিমসং, ব্যান্ডপার্ট্টিসহ ১০০জন নারী এই র্যালীতে অংশ গ্রহণ করে। র্যালীতে নেতৃত্ব দিনে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এ্যাড. মৃণাল কান্তি দাস। র্যালীতে আরো নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান আনিছউজ্জামান আনিছ, পৌর মেয়র ফয়সাল আহমেদ বিপ্লব, মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহিন। র্যালীটি সুপার মার্কেট চত্বর থেকে পুরাতন বাসস্ট্যান্ড পর্যন্ত দীর্ঘ ছিল।
পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনাসভার আয়োজন করা হয়েছে। শিল্পকলা একাডেমীর বাহিরেও তিন হাজার লোক বসার জন্য আয়োজন করা হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন সংসদ সদস্য এ্যাড. মৃণাল কান্তি দাস, প্রধান আলোচক, পুলিশ সুপার জায়েদুল আলম পিপি এম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক সায়লা ফারজানা, সিভিল সার্জন হাবিবুর রহমান, সরকারী হরগঙ্গা কলেজের অধ্যক্ষ মীর মাহফুজুল হক, অধ্যক্ষ প্রেসিডেন্ট ইয়াজ উদ্দিন কলেজ মেজর গাজী মোঃ তাওহিদুজ্জামান, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহিন, স্বাগত বক্তব্য রাখবেন অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির প্রধান সমš^য়ক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সভাপতিত্ব করবেন সাবেক অধ্যক্ষ প্রফেসর প্রবীর কুমার গাঙ্গুলী।