ধুনটে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত
কারিমুল হাসান লিখন, ধুনটঃ
বগুড়ার ধুনট উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির উদ্যোগে দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া- ৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান পিপিএম। উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি গোলাম সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান। আলোচনা সভা শেষে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ দমনে কমিউনিটি পুলিশিং ফোরামের ভূমিকা শীর্ষক রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের শ্রেষ্ঠ সদস্য নির্বাচিত হওয়ায় শফিকুল ইসলাম চাঁনকে বগুড়ার পুলিশ সুপারের পক্ষ থেকে সন্মানন ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।