ইন্টারনেটের গতি ১০০ গুণ বাড়াতে পারে যে প্রযুক্তি...
বাসা-বাড়ি কিংবা অফিসে আমরা অনেকেই ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন ব্যবহার করি। কিন্তু অনেক ক্ষেত্রেই এই ইন্টারনেটের গতি দেখা যায় খুব কম। ফলে পছন্দ মতো একটা সিনেমা দেখতে বসে বাফারিংয়ের যন্ত্রণায় গালে হাত দিয়ে বসে থাকতে হয়, পাঁচ মিনিটের গান শুনতে কেটে যায় পনের মিনিট। কিন্তু এবার গবেষকদের আনা নতুন প্রযুক্তি আপনাকে এই হতাশাজনক ইন্টারনেট স্পিড থেকে মুহূর্তেই মুক্তি দিতে পারে।
ইন্টারনেটের বর্তমান গতি বেড়ে যাবে ১০০ গুণ, সম্প্রতি এমনই এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকরা। তাদের আবিস্কৃত নতুন এক প্রযুক্তির মাধ্যমে অনায়াসেই বাড়ানো যাবে ইন্টারনেটের গতি।
গবেষক দলটির প্রধান সিজার এরকিলিঙ্ক জানান, অপটিক্যাল অ্যাকসেস নেটওয়ার্কে এক ধরণের রিসিভার ব্যবহার করা হয় যা ইন্টারনেট সাবস্ক্রাইবার এবং তাদের সার্ভিস প্রোভাইডরের মধ্যে সংযোগ স্থাপন করে। আর এই রিসিভারই ইন্টারনেটের স্পিড বাড়াতে পারে। একই সময়ে কত সংখ্যক মানুষ অনলাইনে রয়েছেন, তার কোনও প্রভাব ইন্টারনেটের গতির ওপর পড়ে না।
গবেষকরা শুধু মুখে বলে নয়, কাজেও তা করে দেখিয়েছেন। ব্রিটেনে কম খরচে ব্রডব্যান্ড কানেকশন ব্যবহৃত হয়। সেই ব্রডব্যান্ড কানেকশনের স্পিড থাকে মোটামোটি ৩৬ এমবিপিএস। তারা নতুন এই রিসিভার প্রযুক্তির মাধ্যমে এই স্পিডকে অনায়াসেই ১০ হাজার এমবিপিএস এ বাড়িয়ে দিয়েছেন।
এ প্রসঙ্গে গবেষক দলটি জানিয়েছেন, আলট্রা হাই ডেফিনেশন ভিডিও কিংবা অনলাইন গেমসহ বেশ কিছু কাজে হাইস্পিড ইন্টারনেট কানেকশন খুবই প্রয়োজন। বিট্রেনের ৩৬ এমবিপিএস ইন্টারনেট গতিকে নতুন প্রযুক্তির মাধ্যমে ১০০ গুণ বেশি করা সম্ভব হয়েছে।