আগামীতে গনতন্ত প্রতিষ্টায় যে পরিস্থিতি মোকাবেলায় বিএনপি প্রস্তুত
আবু জাহেদ ফয়সাল (চট্টগ্রাম) আগামীতে যেকোন পরিস্থিতি মোকাবেলায় বিএনপি প্রস্তুত বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে (৩১ অক্টোবর) চট্টগ্রাম সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। ফখরুল বলেন, বিএনপি প্রতিষ্ঠা লগ্ন থেকে গণতন্ত্র রক্ষার জন্য সংগ্রাম করে আসছে। আগামীতেও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি আগামীতে যেকোন পরিস্থিতি মোকাবেলায় বিএনপি প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, 'রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফিরিয়ে নিতে বেগম জিয়া আন্তর্জাতিক সম্প্রদায়সহ মিয়ানমারের প্রতি আহবান জানিয়েছেন। রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে সরকারকে আরও শক্তিশালী কূটনৈতিক উদ্যোগ নিতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে আলোচনা আরও জোরদার করতে হবে।'মির্জা ফখরুল বলেন, 'বেগম জিয়া মানবিক কারণে কক্সবাজার সফর করেছেন। তাঁর এ মানবিক সফরে হামলা চালিয়ে সরকার নিজেদেরকে সন্ত্রাসী দল হিসেবে আরেকবার প্রমাণ করল।'
আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আমরা আশা করেছিলাম ফেনীর এই ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলায় সরকার দুঃখ প্রকাশ করবেন কিন্তু তা না করে এ নিয়ে আওয়ামী লীগ মিথ্যাচার করছেন কিন্তু আওয়ামী লীগের এই মিথ্যাচার জনগণ বুঝে গেছে।হামলার সন্ত্রাসীদের গ্রেফতার না করে সরকার গণতান্ত্রিক রাজনীতিকে ধ্বংস করার আরেকটি পরিকল্পনা করেছে বলেও মন্তব্য করেন ফখরুল।বিএনপি মহাসচিব বলেন, 'বাংলাদেশের সাধারণ মানুষ বেগম জিয়াকে ভালোবাসে বলেই ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত রাস্তায় রাস্তায় মানুষের ঢল নামে।