মির্জাপুরে হিজড়াদের জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা
অন্তু দাস হৃদয়, টাঙ্গাইল থেকে : পরিবার সমাজের বোঝা নই কর্মদক্ষ, স্বাবলম্বী মানুষ হই’ এই শ্লোগানে টাঙ্গাইলের মির্জাপুরে হিজড়া সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীনের উদ্যোগ ও পরিকল্পনায় এই কর্মশালার আয়োজন করা হয়। গতকাল (৩১ অক্টোবর) সোমবার সকালে মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের উদ্যোগে এ কর্মশালার অনুষ্ঠিত হয়। কর্মশালার শুরুতে হিজড়াদের ফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানের সভাপতি মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন মির্জাপুর প্রেসক্লাব সভাপতি শামসুল ইসলাম সহিদ, রিপোটার্স ইউনিটির সভাপতি মীর আনোয়ার হোসেন টুটুল, উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহীদুর ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা খাইরুল ইসলাম, সমবায় কর্মকর্তা আমিনা পারভীন, যুব উন্নয়নের আসাদুজ্জামান বাবুল প্রমুখ। কর্মশালায় মির্জাপুর উপজেলার ৩০ জন হিজড়া অংশগ্রহণ করেন। এদের মধ্যে আঁখি, লিপি ও মর্জিনা তাদের জীবনের নানা সমস্যার কথা তুলে ধরে বক্তৃতা করেন। এই কর্মশালার উদ্যোক্তা উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন তার বক্তৃতায় বলেন, সমাজের অবহেলিত এই লিঙ্গের সদস্যরা কর্মদক্ষতা অর্জন করে যাতে স্বাবলম্বি হতে পারে সে জন্য তার এই উদ্যোগ। প্রাথমিক ভাবে প্রশিক্ষণপ্রাপ্তদের প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন প্রদান করা হবে।