বাকেরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত
উত্তম কুমার, বাকেরগঞ্জ প্রতিনিধি
‘যুবকদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাকেরগঞ্জে জাতীয় যুব দিবস পালন করা হয়। বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজনে ১ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১০টায় জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক, যুবকল্যাণ তহবিলের চেক ও সনদ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জয়নুল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. লোকমান হোসেন ডাকুয়া। বিশেষ ছিলেন, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মানিক হোসেন মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান জি.এম ফারুকী, মহিলা ভাইস চেয়ারম্যান তহমিনা বেগম মিনু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফেরদৌস রহমান, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অমল চন্দ্র শিবু, সৈয়দ মোজাম্মেল হোসেন, রতনা আমিন মহিলা কলেজের প্রভাষক বিপ্লব মিত্র, শহীদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত যুবক/যুবতী অংশগ্রহণ করেন। এসময় বক্তারা বলেন, অপরাধমূলক কর্মকান্ড থেকে যুবকদের ফিরিয়ে এনে তাদের সঠিক কাজে লাগাতে হবে। যুবকদের শক্তিকে কাজে লাগিয়ে দেশকে উন্নতির শিখরে পৌঁছাতে হবে। তারা যুবকদের সঠিক পথে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতিকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।