চেয়ারপারসনের গাড়িবহরে হামলার ঘটনায় মামলা
ঢাকা থেকে কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় কেন্দ্র পরিদর্শনে যাওয়ার পথে ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মামলা করেছে পুলিশ।
ফেনী মডেল থানার পুলিশ এ মামলার কথা নিশ্চিত করেছেন। মামলায় অজ্ঞাত পরিচয় ২৫-৩০জনকে আসামি করা হয়েছে। তবে, মামলাটি কখন করা হয়েছে এ বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
জড়িতদের শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
গত শনিবার কক্সবাজারের উদ্দেশে চার দিনের সফরে রওনা হন খালেদা জিয়া। পথে ফেনীতে যাত্রা বিরতিকালে মোহাম্মদ আলী বাজারে বিএনপির নেত্রীর গাড়ি বহরে হামলা হয়। এতে গণমাধ্যমসহ বহরের প্রায় ৩০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।