আজ জেল হত্যা দিবস, নানা কমসূচী পালন করছে আওয়ামীলীগ
আবু জাহেদ ফয়সাল (চট্টগ্রাম) বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে নেতা-কর্মীদের অংশগ্রহণে ৩নং জেটি গেইটস্থ দলীয় কার্যালয়ে ২ নভেম্বর বিকেল ৪.৩০ টায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা দোয়া মাহফিলে মাওলানা মোহাম্মদ রফিক উদ্দিন’র পরিচালনায় বঙ্গবন্ধু ও তাঁর শহীদ পরিবারসহ জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করেন
পরম আস্থার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে জেলে বন্দি করা হয়। তখন থেকেই পাল্টা অভ্যুত্থানের আশঙ্কায় ছিলো মোশতাক সরকার ও খুনি সেনারা।
খুনিদের আশঙ্কা ছিলো অভ্যুত্থান হলে আবার ক্ষমতায় আসতে পারে আওয়ামী লীগ। এই আশঙ্কা সত্যি হলে আটক এই চার নেতাই দলটির নেতৃত্বে আসবেন। বঙ্গবন্ধুর খুনি চক্র এটাই চায়নি। তাই নভেম্বরে ক্যু-পাল্টা ক্যুর নতুন অধ্যায়ের শুরুতেই বাংলাদেশ এবং আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করা মিশনের অন্যতম ধাপ হিসেবে সংঘটিত হয় জেল হত্যা।
পাকিস্তানপন্থী সেনা ও তৎকালীন সরকার কারাবন্দি চার নেতাকে নিজেদের জন্য হুমকি মনে করাতেই ওই হত্যাকাণ্ড ঘটায় বলে মনে করেন কলামিস্ট ও সাবেক আইজিপি মুহাম্মদ নূরুল হুদা।