ষোল কোটি জনগণের চার কোটি সমবায়ী প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, এমপি
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ বাংলাদেশে ১৬কোটি জনগণের মধ্যে প্রায় ৪কোটি কোন না কোন ভাবে সমবায়ের সাথে জড়িত। আর এর বেশীর ভাগই নারী। ৪৬তম জাতীয় সমবায় দিবস ২০১৭ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, এমপি।
গতকাল শনিবার সকালে উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীদের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগীতায় শহীদ ময়েজউদ্দিন আহমেদ মুক্তমঞ্চে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুঃ মুশফিকুর রহমান। সমবায় দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “ উৎপাদনমূখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি”।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি আরো বলেন, সমবায় মানেই সমবেত ভাবে কাজ করা। আমরা একতাবদ্ধ হয়ে ভাষা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধ করেছি বলেই সফল হয়েছি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সমবায় আইন সংশোধন করেছেন। বাংলাদেশ এখন মধ্য আয়ের দেশ। বিভিন্ন সূচকে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। আমাদের পার্শ্ববর্তী অনেক দেশের তুলনায় নারী ক্ষমতায়ন বৃদ্ধি পেয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে বিনা অর্থে নারীদের ১৮টি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। কিশোর কিশোরীদের আগামী দিনের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি।
ক্যাপশনঃ সমবায় দিবসে বক্তব্য রাখছেন প্রধান অতিথি প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, এমপি।