আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম একটি আদর্শের নাম সোহেল চৌধুরী
এম.রফিকুল ইসলাম : আমাদের ফেনীর ষোল লক্ষ মানুষের প্রিয় অভিভাবক জনাব আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। যিনি সদা সর্বদা পরপোকারী একজন মানুষ, যার চিন্তা চেতনায় শুধু মানুষের কল্যানে কাজ করে যাওয়া। যার আতœত্যাগের বহিঃপ্রকাশ, আজ সারা বাংলাদেশের মধ্যে ফেনী জেলা উন্নয়নের রোল মডেল হিসাবে সুপ্রতিষ্ঠিত হয়েছে। যার সুনির্দিষ্ট দিক নির্দেশনায় ফেনী আজ শান্তিময় শহরে রুপান্তরিত হয়েছে, রাজনৈতিক ভাবে বিরাজ করছে সহ অবস্থানের রাজনীতি। আজকে যারা নাসিম সাহেব কে নিয়ে মন্তব্য করেন, তাদের উচিৎ মন্তব্য করার আগে ভেবে চিন্তে মন্তব্য করা। কারন নাসিম সাহেবের জন্ম ফেনীতে হওয়ার কারনে এটা ফেনীর ষোল লক্ষ মানুষের জন্য আশির্বাদ। নাসিম সাহেবের জন্ম ফেনী হয়েছিল বলে আজ ফেনীবাসী ধন্য। নাসিম সাহেবের মাধ্যমে শুধু ফেনী জেলা আওয়ামী পরিবারের কল্যান সাধিত হয়নি, পুরো ফেনীবাসীর কল্যান হয়েছে। পক্ষান্তরে যদি কেউ একজন মানুষও বলতে পারেন নাসিম সাহেব দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাহলে আমি আপনাদের নিকট ক্ষমা চেয়ে নিবো। তাই আমার প্রশ্ন তাদের নিকট যারা বলে নাসিম সাহেবের নিকট কোটি কোটি টাকা আছে, থাকতেই পারে। যদি থাকেও তাহলতো সেটা ফেনীবাসীর অহংকার। কারন সবতো সাদা টাকা।
শুধু একটা কথা মনে করে দিচ্ছি, ওয়ান ইলেভেনে দুর্নীতিদমন কমিশন সব রথি মহারথির নামে মামলা করেছে, অনেক চেষ্টা করার পরও শুধু আমাদের প্রিয় অভিভাবক আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম সাহেবের বিরুদ্ধে দুর্নীতির সাথে কোন সংস্পর্শ খুঁজে পায়নি। তাই তিনি ফেনীর সন্তান হিসাবে আমাদের অহংকার, আমাদের গর্ব ।