সরকার সচেতন রোহিঙ্গা সংকট মোকাবিলায় : বেনজির
রোহিঙ্গা সংকট মোকাবিলায় সরকার সম্পূর্ণ সচেতন রয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ।
শনিবার সকালে গোপালগঞ্জের শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজে শামিমা পারভীন বৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।
র্যাব প্রধান আরো বলেন, রোহিঙ্গা সংকটের বিষয়টিকে প্রধানমন্ত্রী ও দেশবাসী মানবিকভাবে দেখছে। রোহিঙ্গাদের সম্মানজনকভাবে মিয়ানমারে ফেরত পাঠাতে সরকার কুটনৈতিকভাবে কাজ করে যাচ্ছে।
বিশ্ববাসী বাংলাদেশের সঙ্গে রয়েছেন বলেও মন্তব্য করেন বেনজির আহমেদ।