বেনাপোেল আমদানিকৃত পণ্যবাহী ট্রাক থেকে অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় সিএন্ডএফ কর্মচারীকে আটকের প্রতিবাদে আমদানি-রপ্তানী বন্ধ
শহিদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি : বেনাপোল স্থল বন্দর থেকে আমদানি পণ্যবাহী ভারতীয় ট্রাক থেকে একটি বিদেশী ওয়ান শুট্যারগান, দুই রাউন্ড গুলি ও অস্ত্রের সাথে যুক্ত থাকতে পারে এমন সন্দেহে মিকাইল (৩২) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।
আটক মিকাইল বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের আজিবরের ছেলে।
বুধবার (০৮ নভেম্বর) রাত ৯ টার দিকে আমদানিকৃত একটি কাগজের ট্রাকের চালানের পিছন দিক থেকে এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিব জানান, গোপন খবরে জানতে পেরে, বিজিবি সদস্যরা আমদানিকৃত ভারতীয় ট্রাক টার্মিনাল থেকে ডাব্লিউ বি-২৩সি-০৩৭৩ নং ভারতীয় ট্রাক থেকে এ অস্ত্র উদ্ধার করে।
এ সময় বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক টার্মিনালে কাস্টমস, বন্দর কর্মকর্তারা, বিজিবি ও পুলিশসহ বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ট্রাক থেকে রাত্রে পণ্য নামিয়ে তল্লাশি করা হয়। প্রায় ২ ঘন্টাব্যাপি তল্লাশি শেষে ঐ ট্রাক থেকে একটি ওয়ান শুট্যার গান ও দুই রাউন্ড গুলি ছাড়া আর কোন অস্ত্র উদ্ধার হয়নি।
প্রশাসনিক সংস্থার উপস্থিতির খবর পেয়ে ট্রাক থেকে আগেই পালিয়ে যায় চালক। ওই ট্রাকের পণ্য চালানের আমদানিকারক ঢাকার ইউনিয়ন লেবেল এক্সসারিজ লি. এবং সিএন্ডএফ এজেন্ট বেনাপোলের সোনিয়া এন্টারপ্রাইজ।
এদিকে, এ ঘটনায় এক সিএন্ডএফ এজেন্ট কর্মচারীকে আটকের প্রতিবাদে সকাল ১১ থেকে বেনাপোলে আমদানি-রপ্তানী বানিজ্য বন্ধ রয়েছে। এবং কর্মচারী ইউনিয়নের সদস্যরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এসময় বেনাপোল সিএন্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়নের সভাপতি মুজিবর রহমান বলেন, পুলিশ বিনা অপরাধে মিকাইলকে আটক করে অস্ত্র মামলা দায়ের করেছে। এর প্রতিবাদে সকাল থেকে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানী বানিজ্য বন্ধ রয়েছে। তার মুক্তি না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।
বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান স্বজন বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। ভারতীয় কাস্টমস পণ্য পাঠায় বাংলাদেশ কাস্টমসের কাছে। সেখানে একজন সিএন্ডএফ এজেন্টের দায়বদ্ধতা কতটুকু সেটা বোধগাম্য নয়।
তিনি বলেন, অস্ত্রটি পণ্যের ট্রাকে পাওয়া গেছে, সেটি বন্দরের মধ্যে। বন্দর নিরাপত্তা, ভারতীয় ট্রাকচালক, তার সহকারীকে (হেলপার) বাদ দিয়ে সিএন্ডএফ কর্মচারীর নামে মামলা দেওয়া হলো। বিষয়টি রহস্যজনক।
বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান বলেন, ভারতীয় ট্রাক থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসময় ট্রাকের পণ্য খালাসের কাজে নিয়োজিত সিএন্ডএফ এজেন্ট কর্মচারী মিকাইলকে আটক করা হয়।