নূর হোসেনের প্রতি রাজনৈতিক দলগুলোর শ্রদ্ধা
শহীদ নূর হোসেন দিবসে রাজধানীর জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সরকার কতটা গণতান্ত্রিক তা বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়ার মধ্য দিয়েই প্রমান হয়েছে।
আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি অভিযোগ করেন, অতীতে সমাবেশের অনুমতি দিয়েও সরকার পুলিশি বাধা দিয়েছে।
শহীদ নূর হোসেন দিবসে জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। পরে একে একে শ্রদ্ধা জানান ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ দলের বিভিন্ন সহযোগী সংগঠন।
শ্রদ্ধা নিবেদন শেষে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বহুরক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়াই সরকারের লক্ষ্য। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, বিএনপির শান্তিপূর্ণ সমাবেশের ব্যাপারে কখনোই বাধা ছিল না।
পরে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির নেতৃত্বে ফুল দিয়ে শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিএনপি। এসময় তিনি অভিযোগ করেন, দেশে গণতন্ত্র অবরুদ্ধ।
পরে ওয়ার্কার্স পার্টি, জাসদ, বাসদ, গণফোরামসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও শহীদ নূর হোসেনের পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। নেতারা জানান, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে ঐক্যের বিকল্প নেই।