আশুলিয়া তাজরিন ফ্যাশনে আহত শ্রমিকদের সংবাদ সম্মেলন
আব্দুস সাত্তার, সাভার: তাজরিন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ৫ বছর পর নিশ্চিন্তপুরের আহত শ্রমিকদের মানবেতর জীবন যাপনে অনিশ্চিত হয়ে পড়েছে তাদের ভবিষ্যৎ। তাই শিক্ষা, চিকিৎসা, পুনর্বাসন ও দোষীদের শাস্তি দাবিতে সংবাদ সম্মেলন করেছেন আহত শ্রমিকরা।
রোববার সকালে সাভারের বাইপাইলস্থ আশুলিয়া প্রেস ক্লাবে আহত শ্রমিকদের পক্ষে জরিনা বেগমের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন সবিতা রানী।
এসময় লিখিত বক্তব্যে সবিতা রানী বলেন, তাজরিন ফ্যাশনের অগ্নিকাণ্ডে ৫ বছরে আহত শ্রমিকদের মধ্যে থেকে অনেকেই মারা গেছেন। যারা বেঁচে আছেন তাদের শারিরীক ও আর্থিক অবস্থা খুবই করুণ। তাই আশুলিয়া এলাকায় একটি স্থায়ী স্বাস্থ্যসেবা ক্যাম্প স্থাপনেরও দাবি জানান তিনি।
এসময় তিনি আরো বলেন, আহতদের শ্রমিকদের মধ্যে অনেকেই উপার্জন করতে না পারায় তাদের পরিবারের সন্তানদের শিক্ষা কার্যক্রম বন্ধের উপক্রম হয়েছে। তাই তাদের শিক্ষা ও স্থায়ী ভাবে পুনবার্সন নিশ্চিতকরণেরও দাবি জানানো হয়। এছাড়াও বরাদ্দকৃত সহায়তার হিসাব প্রকাশের দাবি জানান তারা।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক খাইরুল মামুন মিন্টু, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র সাভার শাখার সভাপতি সাইফুল্লাহ আল মামুন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র আশুলিয়া থানা শাখার সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম মঞ্জু প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ।
উল্লেখ্য যে, ২০১২ সালের ২৪ নভেম্বর সন্ধ্যায় আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হয় ১১৩ শ্রমিক। এঘটনায় আহত হয় কয়েক শত শ্রমিক।
সাভার