মিথ্যা মামলা করলে এখন থেকে জেলে যেতে হবে : পুলিশ সুপার গোপালগঞ্জ
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান বলেছেন এখন থেকে কেউ মিথ্যা মামলা করলে বাদীকে জেলে যেতে হবে। এরই মধ্যে দুইটি মামলায় মিথ্যা প্রমানিত হওয়ায় বাদীকে জেলে যেতে হয়েছে। গোপালগঞ্জে প্রতিপক্ষকে ঘায়েল করতে মিথ্যা মামলার প্রবনতা বৃদ্ধি পেয়েছে। কখনো নারী নির্যাতন, সংঘর্ষ ও অপহরন কাহিনী সাজিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে মিথ্যা মামলা দিয়ে থাকে। এখন থেকে গোপালগঞ্জে কোন মিথ্যা মামলা নেয়া হবে না। যদি কেউ মিথ্যা মামলা করতে আসে সেটা প্রমানিত হলে বাদীকে গ্রেফতার করা হবে। আর এর সাথে কোন পুলিশ সদস্য বা কর্মকর্তার সহযোগিতায় থাকলে সেটা প্রমানিত হলে সেই পুলিশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সমাজে কোন নিরীহ মানুষ মামলার কারনে হয়রানীর স্বীকার হবে না। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সভায় বিশেষ অতিথির বক্তব্য এ কথা বলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের সভাপতিত্বে এ সময় উপস্থিত জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, সিভিল সার্জন ডা: রবিউল ইসলাম ,সাংবাদিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।