মেহেরপুরে ভ্রাম্যমান আদালতে প্রতারকের তিন মাসের কারাদন্ড
এম এ লিংকন,মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরে দলিলে দাতার নাম পরিবর্তন করে খারিজ করার চেষ্টার অপরাধে জাহাঙ্গীর আলম (৫৪) নামের এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন সহকারি কমিশনার (ভূমি) সামিউল হক। সোমবার দুুপুরে ভূমি অফিস চত্বরে ভ্রাম্যমান আদালত বসিয়ে এ দন্ডাদেশ প্রদান করা হয়। সে সদর উপজেলার আলমপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে।
ভ্রাম্যমান আদালত সূতে জানা যায়, মেহেরপুর সদর উপজেলার আলমপুর মৌজার খতিয়ান নং ৫৬৬, দাগ নং-আর.এস ৬৬০ এর ৩৪ শতক জমির দলিলে দাতার নাম পরিবর্তন করে খারিজে দেন জাহাঙ্গীর আলম। বিষয়টি নজরে আসে সহকারি কমিশনার ভূমি সামিউল হকের। পর্যবেক্ষন করে দেখা যায় দলিলে দাতার নাম পরিবর্তন করা হয়েছে। এ সময় তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। পরে পুলিশ দন্ডপ্রাপ্ত জাহাঙ্গীর আলমকে জেলা কারাগারে পাঠিয়ে দেয়।