শিশু শিক্ষা নিশ্চিতে কাজ করছে সরকার: শেখ হাসিনা
একটি শিশুও রাস্তায় থাকবে না— প্রত্যক শিশুর জন্য শিক্ষা নিশ্চিত করে জীবিকায়নের ব্যবস্থা করতে সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার টুঙ্গীপাড়ায় জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আয়োজিত শিশু সমাবেশে তিনি এ কথা বলেন।
শিশুদের মাদকাসক্তি ও জঙ্গিবাদের কবল থেকে রক্ষায় অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, আগামীতে নেতৃত্বদানের গুনাবলী নিয়ে শিশুদের গড়ে তুলতে হবে।
বঙ্গবন্ধুর আদর্শে দেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি আরো বলেন, সমাজের সর্বস্তরে শিশু শিক্ষা নিশ্চিতে কাজ করছে সরকার।
লেখাপড়ার পাশাপাশি শিশুদের খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় গুরত্ব আরোপ করেন শেখ হাসিনা। শিশুরা যেনো বিপথে না যায়, সে দিকে লক্ষ্য রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে, তবে ধর্মান্ধতা কোনো ভাবেই কাম্য নয়।
এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে টুঙ্গিপাড়ায় আয়োজন করা হয় শিশু সমাবেশের।
সমাবেশে বঙ্গবন্ধুকে নিয়ে নানা স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে শিশুদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন তিনি।