বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ "রাজনীতির মহাকাব্য" নামে বই আকারে প্রকাশিত
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ সংরক্ষণ ও ডিজিটাল উপস্থাপনের লক্ষ্যে "রাজনীতির মহাকাব্য" নামে বই আকারে প্রকাশিত হলো।
ঐতিহাসিক ভাষণ থেকে ২৬টি বাক্যের ওপরে দেশের খ্যাতিমান লেখকদের লেখা বইটির ইলেকট্রনিক ভার্ষণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবারের নিয়মিত মন্ত্রিসভা বৈঠকের শুরুতে বইটি মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে প্রকাশিত বইটির মুখবন্ধে শেখ হাসিনা বঙ্গবন্ধুর ভাষণকে গণমানুষের প্রাণের দাবি বলে উল্লেখ করেছেন।
"বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ: রাজনীতির মহাকাব্য" গ্রন্থের মুখবন্ধে প্রধানমন্ত্রী আরও লিখেছেন, ওই ভাষণে বাঙালির প্রতি পাকিস্তানি শোষকগোষ্ঠীর হত্যা-নীপিড়ন-নির্যাতনের চিত্র ফুঁটে উঠেছিল। একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয়ের আবশ্যকতা ও আকাঙ্খা ছিল ভাষণের মূল লক্ষ্য।
শত্রুর মোকাবেলায় বঙ্গবন্ধু বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। সেই ঐতিহাসিক ভাষণ থেকে বাছাই করা ২৬টি বাক্যের বিশ্লেষণ করেছেন আব্দুল গাফফার চৌধুরী, এমিরেটাস প্রফেসর আনিসুজ্জামান, প্রফেসর মুনতাসির মামুন, সেলিনা হোসেনসহ দেশের সাত বিশিষ্ট লেখক।
আর প্রচ্ছদ করেছেন খ্যাতিমান চিত্রশিল্পী অধ্যাপক হাশেম খান। বইটি ই-বুক এবং মোবাইল অ্যাপ্লিকেশন, গুগুল প্লে-স্টোরে পাওয়া যাবে।
এছাড়া সোমবারের মন্ত্রিসভায় আবহাওয়া অধিদপ্তরকে আইনি কাঠামোয় নিয়ে আসতে " আবহাওয়া আইন নামে একটি নতুন আইনের খসড়ায় অনুমোদন দেয়া হয়।