একবছরে কর্ণফুলী থানা পুলিশের মাদক মামলায় ৩০৭ জন আটক।
আবু জিকির মু জামাল
শনিবার দুপুরে কর্ণফুলী জুলধা ইউনিয়ন পরিষদে উপজেলার অস্থায়ী কার্যালয়ের সম্মেলন কক্ষে চট্টগ্রামের নবগঠিত কর্ণফুলী উপজেলা পরিষদের প্রথম সাধারণ সভা ও আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব তথ্য জানান কর্ণফুলী থানার ওসি মো. রফিকুল ইসলাম পিপিএম।
মাদক প্রতিরোধে জনপ্রতিনিধিসহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ‘আজকে আপনার সন্তান মাদক নিচ্ছে না, এতে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। কারণ মাদক প্রতিরোধ করা না গেলে কালকে আপনার সন্তানও মাদক নিতে পারে।’
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।
উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফারুক চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী’র সঞ্চলনায় অনুষ্ঠিত সমন্বয় সভায় বক্তব্য রাখেন কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছৈয়দ জামাল আহমেদ, সাধারন সম্পাদক হায়দার আলী রনি, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম নিশি বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী, চরপাথারঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাবের আহমদ, শিকলবাহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, জুলধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিক আহমদ, বড়উঠান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দিদারুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক লীগ সভাপতি ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ, মুক্তিযোদ্ধা এম.এন ইসলাম, সাবেক কর্ণফুলী থানা আওয়ামীলীগ সভাপতি মো. আলী প্রমুখ।
এছাড়া কর্ণফুলী উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।