লালমনিরহাটে সীমান্তে বিএসএফের গুলি বর্ষণে একজন বাংলাদেশি নিহত
আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট :
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় কোচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের বিএসবাড়ী ক্যাম্পের একটি টহল দলের ছোড়া গুলি বর্ষণে ফরিদ হোসেন ওরফে শরীফ (২২) নামে এক বাংলাদেশি রাখালের মৃত্যু হয়েছে।
রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী কোম্পানী সূত্র জানায়, বুধবার ভোরে উপজেলার বুড়িমারী ইউনিয়নের আমবাড়ী সীমান্ত পথে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহযোগিতায় বাংলাদেশি গরু পারাপারকারী রাখাল ফরিদ হোসেন শরীফসহ কয়েকজন রাখাল সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশের সময় কুচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের বিএসবাড়ী ক্যাম্পের টহল দল লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়লে ঘটনাস্থলেই তিনি নিহত হন। নিহত ফরিদ হোসেন শরীফ লাশ ভারতীয় বিএসএফ নিয়ে গেছে। বাংলাদেশি অন্যান্য গরু পারাপারকারী রাখালরা পালিয়ে আসেন। নিহত ফরিদ হোসেন শরীফ পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা (ঠাকুরপাড়া) এলাকার মোঃ শামসুল হকের ছেলে। বুড়িমারী ইউনিয়নের আমবাড়ী সীমান্তের ৮৪০ নম্বর মেইন পিলার এলকায় এই ঘটনা ঘটেছে। গুলিবর্ষণে নিহতের লাশের পরিচয় সনাক্ত করেছে বিজিবি-বিএসএফের যৌথ টহল দল।
রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মেহেদী হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ভারতীয় বিএসএফ নিহত ফরিদ হোসেন শরীফের লাশ উদ্ধার করে নিয়ে গেছে। বিজিবির পক্ষ থেকে বিএসএফকে কড়াপ্রতিবাদপত্রসহ লাশ ফেরত চেয়ে চিঠি পাঠানো হয়েছে। এ ঘটনায় বুধবার (১৫- সেপ্টেম্বর) ভারতীয় কুচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়ন ও রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।