রাজশাহী-চট্টগ্রামেও চামড়া শিল্পাঞ্চল হবে: প্রধানমন্ত্রী
চামড়া শিল্পে আগামী ৫ বছর নগদ অর্থ সহায়তা দেয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিনিয়োগ ও রপ্তানির ক্ষেত্রে এ শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে বাংলাদেশ লেদার ফুটওয়্যার ও লেদার গুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো'র উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
রাজশাহী ও চট্টগ্রামে আরো দুটি নতুন চামড়া শিল্প অঞ্চল গড়ে তোলা হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরো বলেন, এমন প্রদর্শনী ব্যবসায়ীদের মধ্যে যেমন উদ্দীপনা সৃষ্টি করবে তেমনি আগ্রহ বাড়াবে বিদেশী বিনিয়োগকারীদের।
চামড়া শিল্পের বিকাশে সরকারের দেওয়া নানা সুবিধার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, ঢাকার বাইরে আরও দুটি নতুন চামড়া শিল্পাঞ্চল গড়ে তোলা হবে।
পশু জবাইয়ের পর চামড়া যেন যথাযথভাবে ছাড়ানো হয়, সেদিকে গুরুত্ব দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন শেখ হাসিনা।
১৫টি দেশের অংশগ্রহণে তিনদিনের এ প্রদর্শনী চলবে শনিবার পর্যন্ত।
উল্লেখ্য, দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত চামড়া শিল্প থেকে বছরে আয় ১৪০ কোটি ডলার। ২০২১ সালের মধ্যে এ খাত থেকে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০০ কোটি ডলার।