মুক্তিযুদ্ধে অংশ নেয়া সব বাহিনীর সদস্যরা ভাতা পাবেন
মুক্তিযুদ্ধে অংশ নেয়া সব বাহিনীর সদস্যদের আগামী বছর থেকে ভাতা প্রদান করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম। আর এ ধারাবাহিকতা ধরে রাখতে হবে।
এ সময় মুক্তিযুদ্ধে অংশ নেয়া সব বাহিনীর সদস্যদের ২০১৮ সাল থেকে ভাতা প্রদান করা হবে বলে ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
পরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে মুক্তিযুদ্ধের ৭ জন বীরশ্রেষ্ঠর উত্তরাধিকারী এবং খেতাবপ্রাপ্ত ১০১ জন মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।