রসিক নির্বাচন: ঝন্টু-কাওছারের মনোনয়নপত্র জমা
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে, আওয়ামী লীগ প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু এবং বিএনপি প্রার্থী কাওছার জামান বাবলা মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকারের কাছে তারা মনোনয়নপত্র জমা দেন।
এর আগে দুই প্রার্থী তাদের সমর্থক ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন। পরে একে একে আওয়ামী লীগ প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু এবং বিএনপি প্রার্থী কাওছার জামান বাবলা তাদের মনোনয়ন পত্র জমা দেন। এর আগে মঙ্গলবার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাবলাকে দলের পক্ষ থেকে মনোনয়ন দেয়ার ঘোষণা দেন।
জাতীয় পার্টি থেকে মোস্তাফিজার রহমানকে মনোনয়ন দেয়া হয়েছে। তাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মঙ্গলবার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ভাইয়ের ছেলে আসিফ শাহরিয়ার মনোনয়ন পত্র জমা দেন। এখন পর্যন্ত মেয়র পদের জন্য ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ২১শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে রংপুর সিটি করপোরেশন নির্বাচন।