নির্বাচন বানচালের ক্ষমতা বিএনপির নেই: বাণিজ্যমন্ত্রী
আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের ক্ষমতা বিএনপির নেই— তাদেরকে এ সরকারের অধীনেই নির্বাচনে আসতে হবে না আসলে তারা অস্তিত্ব সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
যারা নির্বাচন ঠেকানোর স্বপ্ন দেখেন তাদের সেই স্বপ্ন কোনো দিন পূরণ হবে না বলেও মন্তব্য করেন তিনি।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ শুক্রবার দুপুরে ভোলার লালমোহনে আব্দুল হান্নান হাওলাদার শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠানে এসব মন্তব্য করেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘বিএনপির নেতারা বলেন গণ-অভ্যুত্থান ঘটাবে—আমাদের টেনেহিঁচড়ে ক্ষমতা থেকে নামাবে। আমি চ্যালেঞ্জ করছি, যদি সাহস থাকে তাহলে সেই চেষ্টা করুন। যারা সন্ত্রাসী কার্যকলাপ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বিএনপি ভবিষ্যতেও রাষ্ট্র পরিচালনায় আসতে পারবে না।
এ সময় বিএনপিকে চ্যালেঞ্জ দিয়ে তোফায়েল আহমেদ বলেন, আন্দোলনের নামে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন তাদের জেলে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না।
বিএনপি নেতারা যতই কথা বলুক না কেন নির্বাচনে অংশগ্রহণ ছাড়া তাদের সামনে বিকল্প কিছু নেই।