দশ মাসে রাজশাহীতে ১৩০ জন নারী নির্যাতনের স্বীকার
নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে নারী নির্যাতন বিরোধী দিবস- ২০১৭। দিবসটি উললেক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) ডকুমেন্টেশন সেল থেকে দৈনিক পত্রিকার সংবাদের ভিক্তিতে নারী নির্যাতন পরিস্থিতি প্রকাশ করা হয়। অত্র অঞ্চলে নারী নির্যাতন পরিস্থিতি বিভিন্ন মাত্রায় অবনতি ঘটছেবলে তারা মনে করেন। যৌতুক ও পরকীয়ার কারনে অধিকাংশ নারী নির্যাতনের ঘটনা ঘটছে। এছাড়া পারিবারিক কলহ ও প্রেম ঘটিত কারনে হত্যা-আত্বহত্যা ও অমানুবিক নির্যাতনের মতো ঘটনা ঘটছে বলে তারা উল্লেখ করেন। ২০১৭ সালের জানুয়ারী-অক্টোবর এই ১০ মাসে ১৩০ জন নারী বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হয়েছে বিষয়গুলো সকলের জন্য উদ্বেগজনক। এর মধ্যে হত্যা নারী- ১১ জন, হত্যার চেষ্টা- ০৩ জন, আত্বহত্যা- ৩১ জন, আত্বহত্যার চেষ্টা- ০৩ জন, ধর্ষণ নারী- ১৪ জন, ধর্ষণ চেষ্টা- ০৬ জন যৌন নির্যাতন- ১৮ জন, নির্যাতন নারী- ৪১ জন ও নিখোঁজ – ০৩ জন।
জানুয়ারী-অক্টোবর মাসের অমানুবিক কিছূ ঘটে যাওয়া ঘটনার চিত্র-দূর্গাপুরে বিষপানে গৃহবধুর আত্বহত্যার চেষ্টা, কাটাখালিতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু পরিবারের দাবি হত্যা, দূর্গাপুরে সম্পত্তির লোভে মাকে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে আহত করেছে নিজ মেয়ে ও জামাই, মহনপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ, দূর্গাপুর নওয়াপাড়া এলাকায় ৪২ বছর বয়সী এক প্রতিবন্ধি নারীকে ধর্ষনের অভিযোগ, নগরীতে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক গৃহবধু নারীকে প্রকাশ্যে নির্যাতন, চারঘাট উপজেলার সাদীপুর গ্রামে মেহেদির রং শুকিয়ে যাওযার আগে নববধুর রহস্যজনক আত্বহত্যা, নগরীর রানী বাজার এলাকায় পারিবারিক কলহের জেড়ে নাসরিন বেগম (২৫) নামের এক গৃহবধুর আত্মহত্যা।
এছাড়াও বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়ন বড়ছয়ঘাটি গ্রামের গৃহবধুকে ধর্ষনের চেষ্টার অভিযোগ, নগরীতে যৌতুকের মামলা তুলে না নিলে বাদীর অশ্নিল ঝবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি, বাঘায় কু-প্রস্তাবে রাজি না হওয়ার নির্যাতন এবং একই ঘটনায় পুঠিয়ায় গৃহবধুকে পিটিয়ে জখম, বাঘমারায় স্বামীর নির্যাতনে গৃহবধুর শারমিন সুলতানার মৃত্যু, নগরীতে বিদেশি এক শিক্ষার্থীর আত্বহত্যা, নগরীতে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহকর্মী পারভীন আক্তার (২৭) কে হত্যা চেষ্টার অভিযোগ, বাঘায় মেম্বার কর্তৃক মহিলা মেম্বর ধর্ষণের শিকার, একই উপজেলায় কবিরাজের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগ এবং গর্ভবতী ২০ বছর বয়সী এক নারীকে ধষর্ণের চেষ্টা, তানোর উপজেলায় ধর্ষণ চেষ্টার অভিযোগ করায় এক গৃহবধূকে নির্যাতন, দূর্গাপুরে জয়নগর এলাকা মাড়িয়া গ্রামের রেনুকা বেগম (৩০) শশুর বাড়ির নির্যাতনের শিকার হয়ে হাসপাতালের বিছানায়।
পুঠিয়ার সাদমাড়িয়া মোল্লাপাড়া গ্রামের অন্ত:সত্বা গৃহবধূ খুশির আত্মহত্যা, নগরীর রাজপাড়া থানার আলিগঞ্জ এলাকার শফিকুল ইসলামের স্ত্রী ২২ বছর বষসী সুমি, চাপা পুকুর এলাকার আশরাফলেে স্ত্রী চামেলি (২৫) এবং বড় বটতলা এলাকার মৃদুলের স্ত্রী ফারহানা (২৬) স্বামী কর্তৃক নির্যাতনের শিকার, নগরীতে বিএমডির প্রকৌশলী দ্বারা সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগ, দূর্গাপুরে সায়বাড় গ্রামে পারিবারিক কলহের জের ধরে নাজনীন খাতুন (২২) নামের গৃহবধুর আত্মহত্যা, একই উপজেলার কাঠাল বাড়িয়া গ্রামের পারিবারিক কলহের জের ধরে আম্বিয়া বেগম (২৮) নামের গৃহবধুর আত্মহত্যা, মোহনপুর শিয়ালকোলা গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী নার্গিস বেগমের আত্মহত্যা, গোদাগাড়ীতে সেপটিক ট্যাংকে পাওয়া যায় এক নারীর বস্তা বন্দি লাশ, গোদাগাড়ীতে বাঁশ দিয়ে মাকে হত্যা করেছে ছেলে, বাঘমারায় এক নেতার বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ।
রাজশাহীর বাঘায় ঘুমের ঔষধ সেবন করে নিজের হাতের কব্জি কেটে ২৫ বছরের এক নারীর আত্মহত্যার চেষ্টা, নগরীর বখাটের ছুরির আঘাতে এক নারী আহত, নগরীর মতিহার চক কাশিনাথপুর থানার ২২ বছরের নারী অন্ত:সত্বা ও প্রতারনার শিকার, বাঘা উপজেলার হিজল পল্লি ফরাজিপাড়া এক গৃহবধুকে স্বামীর নির্যাতনে মৃত্যুর অভিযোগ, একই উপজেলায় বিধবা এক নারীকে স্বামীর পরিবার কর্তৃক গাছের বেধে নির্যাতনের অভিযোগ, পবা বায়া এলাকায় বোনের যৌনহয়রানীর প্রতিবাদ করায় ভাইকে গুলি করে হত্যার চেষ্টা, রাবি শিক্ষক-এর বিরুদ্ধে স্ত্রীর যৌতুক ও নির্যাতন মামলা, গোদাগাড়ী উপজেলার মুরারিপুর এলাকার গৃহবধূ এলিনা বেগম কে স্বাস রোধে করে হত্যা করে স্বামী, চারঘাট উপজেলার পশ্চিম ভাটপাড়া গ্রামের আখি বেগম নামে এক গৃহবধূর বিষ পানে আত্মহত্যা, পুঠিয়ায় অমেলা খাতুন (৪২) নামে এক মানসিক প্রতিবন্ধী মহিলা ১মাস ধরে নিখোঁজ, মোহপুর উপজেলা মৌগাছি ইউনিয়নে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন করছে মালা খাতুন।
পবা উপজেলার হরিয়ানের সূচরণ এলাকায় নারীসহ এক পরিবারকে ৫ দিন ধরে একঘরে করে রাখার অভিযোগ, বাঘায় ধর্মীয় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে উত্যক্তের অভিযোগ, নগরীতে এক জোড়া কানের দুলের জন্য ৬৫ বছরের বৃদ্ধকে হত্যার অভিযোগ, নগরীর দরগাপাড়া এলাকায় স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা, তানোর উপজেলায় সরনজাই ইউপি এলাকায় সিধাইর গ্রামে যৌতুকের জন্য ৮ মাসের অন্ত:সত্বা গৃহবধুকে হত্যা, মোহনপুরে পারিবারিক কলহে গলায় ওড়না পেঁচিয়ে রেশমা বেগম (২৫) নামের গৃহবধূর আত্মহত্যা, দুর্গাপুর নওপাড়া ইউপির শ্যামপুর গ্রামে এনজিওর টাকা পরিশোধ করতে না পারায় দুলু বেগম (৪০) নামের এক নারীর আত্মহত্যা, নগরীর মেডিপ্যাথ ক্লিনিক থেকে মোমেনা বেওয়া (৬৫) নামের বৃদ্ধা নিখোঁজ, গোদাগাড়ী উপজেলায় জলাহার এলাকায় এক গৃহবধুর আত্মহত্যা, গোদাগড়ী থানায় দুই নারী পুলিশকে যৌন হয়রানির অভিযোগ, পুঠিয়ার কার্তিকপাড়া বটতলায় স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ, তানোরে শুকদেবপুর গ্রামের গৃহবধুকে ধর্ষনের চেষ্টার অভিযোগ।
বাগমারায় দন্ত চিকিৎসকের বিরুদ্ধে এক নারী রোগীকে শ্লীলতাহানীর চেষ্টা, মোহনপুরের গাঙ্গোপাড়া গ্রামের এক নারীকে ধর্ষণের অভিযোগ, কাটাখালিতে বোনের মেয়েকে উত্ত্যক্ত’র প্রতিবাদ করায় খালার হাত ভাঙ্গল বখাটেরা, গোদাগাড়ীতে নিপা (২১) নামের এক গৃহবধুর আত্মহত্যা, পুঠিয়ায় নওপাড়া গ্রামের সাবেক স্বামীর সহযোগিতায় অস্ত্রের মুখে গণ ধর্ষনের স্বীকার এক কলেজ ছাত্রী, তানোরে যৌতুকের দাবিতে সুমাইয়া খাতুন নামে এক গৃহবধু নির্যাতনের স্বীকার, বাগমারায় কাঠালবাড়ী গ্রামের পাপিয়া সুলতানা বিথী যৌতুকের বলিতে বিষপানে আত্মহত্যার ঘটনাগুলো সমাজে উদ্বেগ সৃষ্টি করছে। লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন বলেন সংবাদ পত্রে প্রকাশিত ঘটনার বাইরেও অনেক ঘটনা ঘটে যা প্রকাশিত হয় না। এমন বাস্তবতায় আমরা নারী নির্যাতন বিরোধী দিবস-২০১৭ পালন করবে তারা। বর্তমানে নারী নির্যাতন সামাজিক ব্যধিতে পরিণত হয়েছে বলে তিনি উল্লেখ করে এর বিরুদ্ধে সামাজিক ভাবে সর্ব মহলকে সোচ্চার হওয়ার আহবান জানান। একই সাথে নারী নির্যাতন এর ঘটনাগুলোর সুষ্ঠ তদন্ত স্বাপেক্ষে অপরাধীদের কঠোর শাস্তির দাবী জানান।