গাংনীতে প্রকাশ্য দিবালোকে স্কুল ছাত্রীকে অপহরনের চেষ্টা
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে প্রকাশ্য দিবালোকে রোকেয়া খাতুন (১৩) নামের স্কুল ছাত্রীকে অপহরনের চেষ্টা ব্যার্থ করে দিয়েছে স্থানীয়রা। রবিবার দুপুর ১ টার সময় উপজেলার বাঁশবাড়িয়া কলোনী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের ধাওয়ায় অপহরনকারী পালিয়ে গেলেও তার বাবা কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। রোকেয়া খাতুন গাংনী পৌর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী ও বাঁশবাড়িয়া কলোনী পাড়ার বাগলুল হকের মেয়ে।
স্থানীয়রা জানায়,বাঁশাবাড়িয়া কলোনীপাড়ার ইছাহাকের ছেলে রাজমিস্ত্রি রোকুনুজ্জামান টুটুল প্রকাশ্যে দিবালোকে রোকেয়া খাতুনকে অপহরনের চেষ্টা করে। এসময় রোকেয়া খাতুনের চিৎকারে স্থানীয় জনতার প্রতিরোধের মুখে টুটুল পালিয়ে যায়।
গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান,অপহরনের চেষ্টার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রোকুনুজ্জামান টুটুল কে না পেয়ে তার বাবা ইছাহাক আলী কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় রোকেয়ার পরিবার মামলা দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এছাড়া অভিযুক্ত রোকুনুজ্জামান টুটুল কে আটকের চেষ্টা চলছে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।