বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়ার অনুমোদন
বৃহত্তর রাজশাহীর সঙ্গে রংপুরকে যুক্ত করে বরেন্দ্র অঞ্চল হিসেবে ঘোষণা দিয়েছে সরকার। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০১৭ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়ে এই সিদ্ধান্ত জানিয়েছে মন্ত্রীসভা। এই আইনে পুরো রাজশাহী বিভাগই বরেন্দ্র অঞ্চল হিসেবে বিবেচিত হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সোমবারের নিয়মিত মন্ত্রিসভা বৈঠকে এছাড়াও ১২ ডিসেম্বরকে আইসিটি দিবস উদযাপনের প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রীকে সৎ ও কর্মঠ সরকার প্রধান ঘোষণা করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান মন্ত্রিপরিষদের সদস্যরা। এরপর নির্ধারিত বিষয়ের ওপর আলোচনায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়ার অনুমোদনের নীতিগত সিদ্ধান্তে পৌঁছায় মন্ত্রিসভা।
গেল বছর রাজশাহী অঞ্চলকে বরেন্দ্র অঞ্চল হিসেবে ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে কাজের পরিধি বৃদ্ধির কারণে রংপুরকেও বরেন্দ্র অঞ্চলের অন্তর্ভূক্ত করা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।