তারেক মাসুদের মৃত্যু: ক্ষতিপূরণের রায় বৃহস্পতিবার
সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের মৃত্যুর ঘটনায় দায়ের করা ক্ষতিপূরণ মামলার রায় ঘোষণা বুধবার প্রথম দিনের মতো শেষ হয়েছে। অসমাপ্ত রায়ের জন্য আগামীকাল (বৃহস্পতিবার) ধার্য করেছে হাইকোর্ট।
বুধবার বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করে।
এর আগে সকাল ১০টা ৫০ মিনিটে রায় পড়া শুরু করে আদালত। গত ১৮ নভেম্বর এ মামলার শুনানি শেষ হলে রায়ের জন্য আজ দিন ধার্য করা হয়। গত বছর ১৩ মার্চ হাইকোর্টে এ মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়। এ সময় সাক্ষ্যে তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ মোট ৭ কোটি ৭৬ লাখ ২৫ হাজার ৪৫২ টাকা ক্ষতিপূরণের কথা জানান।
২০১১ সালের ১১ আগস্ট ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওরে সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মুনীরসহ ৫ জন প্রাণ হারান।
পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। আর ২০১৩ সালের ফেব্রুয়ারিতে নিহতদের পরিবার বাস মালিক, চালক ও ইন্স্যুরেন্স কোম্পানির বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে দুটি মামলা করে।